নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর মাঝে ফুল বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।
জানা গেছে, থানায় গিয়ে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে মিষ্টিও ছিল। গত শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী থানায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্য হয়ে থানায় গিয়ে ওসিকে ফুল দিতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
এ নিয়ে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। পরে তা সরিয়েও নেন।
পোস্টটিতে ওসি লিখেছিলেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’
সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকা পটিয়া। এই আসনে তিনি সাবেক হুইপ সামশুল হক চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ শনিবার (২৭ জানুয়ারি) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা (পত্রিকা) যা পারে লেখুক।’
এ বিষয়ে সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে লেখালেখি করার কী আছে? আমি যাইনি থানায়।’
ওসি শেখ নেয়ামত উল্লাহ একসময় পটিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি যোগ দিয়েছেন খুলশী থানায়।
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর মাঝে ফুল বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।
জানা গেছে, থানায় গিয়ে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে মিষ্টিও ছিল। গত শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী থানায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্য হয়ে থানায় গিয়ে ওসিকে ফুল দিতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
এ নিয়ে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। পরে তা সরিয়েও নেন।
পোস্টটিতে ওসি লিখেছিলেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’
সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকা পটিয়া। এই আসনে তিনি সাবেক হুইপ সামশুল হক চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ শনিবার (২৭ জানুয়ারি) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা (পত্রিকা) যা পারে লেখুক।’
এ বিষয়ে সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে লেখালেখি করার কী আছে? আমি যাইনি থানায়।’
ওসি শেখ নেয়ামত উল্লাহ একসময় পটিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি যোগ দিয়েছেন খুলশী থানায়।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২১ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে