চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রেমিকার সঙ্গে দেখা করতে ঢাকা থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে এসেছিলেন নিক সরকার (২৩)। বাজারের ওয়াপদা রোডের একটি বাসাতে প্রেমিকার সঙ্গে কথাবার্তা চলছিল। এ সময় হাজির হন প্রেমিকার আরেক প্রেমিক গাজী রানা (২৪)। এখানেই ঘটে-বিপত্তি। নিক সরকার ও গাজী রানার মাঝে হাতাহাতি হয়।
একপর্যায়ে প্রেমিক নিক সরকার গাজী রানাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় জনতা গাজী রানাকে উদ্ধার ও নিক সরকারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আহত গাজী রানা চৌদ্দগ্রাম পৌর সদরের ফালগুনকরা গ্রামের গাজী বাবুল মিয়ার ছেলে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় গাজী রানার মা রোমানা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।
অপরদিকে নিক সরকার ঢাকার উত্তরায় অবস্থিত ইউনাইটেড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও নতুন বাজার ভাটরা এলাকার সবুজ সরকারের ছেলে। গতকাল বুধবার রাত ৮টার দিকে চৌদ্দগ্রাম বাজারে ওয়াপদা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার-উজ-জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার বছর আগে ঢাকার নতুন বাজার এলাকায় থাকতেন ফাইজা আক্তার (২০) নামের এক মেয়ে। এ সময় তাঁর সঙ্গে নিক সরকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঢাকা থেকে মেয়েটি গ্রামের বাড়ি চৌদ্দগ্রামে গেলে তাঁর প্রেমের সম্পর্ক হয় গাজী রানার সঙ্গে। সৃষ্টি হয় ত্রিভুজ প্রেমের কাহিনি। এরই মধ্যে মেয়েটি নিক সরকারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। বিষয়টি প্রেমিক নিক সরকার জানতে পেরে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে চৌদ্দগ্রামে আসে। সেখানে ওয়াপদা রোডের একটি বাসায় প্রেমিকার সঙ্গে দেখা করেন তিনি।
এ সময় গাজী রানা ওই বাসায় আসলে দুই প্রেমিকের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই মধ্যে দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নিক সরকার নিজের কাছে থাকা চাপাতি দিয়ে গাজী রানাকে কুপিয়ে পালানোর চেষ্টা করে। গাজী রানার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তাঁর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
নিক সরকারের পিতা সবুজ সরকার বলেন, ‘আমার ছেলের সঙ্গে মুসলমান ধর্মের ফাইজা নামের একটি মেয়ের সম্পর্ক ছিল। গত দুই বছর আগে মেয়েটির পরিবার কুমিল্লার চৌদ্দগ্রামে চলে যায়। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম, ফাইজার সঙ্গে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক হয়েছে। নিক বিষয়টি মানতে না পেরে বুধবার ঢাকা থেকে চৌদ্দগ্রামে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ছেলেকে কুপিয়ে আহত করেছে বলে শুনেছি।’
সবুজ সরকার আক্ষেপ করে বলেন, ‘ছেলেকে আমি নিষেধ করেছি। আমরা খ্রিষ্টান ধর্মের, মুসলমান ধর্ম তোমাকে মেনে নিবে না। ছেলে কথা শুনল না।’
গুরুতর আহত গাজী রানার মামা অরণ্য বলেন, ‘আমি শুনেছি, গাজী রানাকে ঢাকার একটি ছেলে চাপাতি দিয়ে কুপিয়েছে। তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। ছেলের অবস্থা আশঙ্কাজনক।’
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, ‘গুরুতর আহত গাজী রানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
চৌদ্দগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান বলেন, ‘নিক সরকার নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে গাজী রানার মা রোমানা বেগম বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।’
প্রেমিকার সঙ্গে দেখা করতে ঢাকা থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে এসেছিলেন নিক সরকার (২৩)। বাজারের ওয়াপদা রোডের একটি বাসাতে প্রেমিকার সঙ্গে কথাবার্তা চলছিল। এ সময় হাজির হন প্রেমিকার আরেক প্রেমিক গাজী রানা (২৪)। এখানেই ঘটে-বিপত্তি। নিক সরকার ও গাজী রানার মাঝে হাতাহাতি হয়।
একপর্যায়ে প্রেমিক নিক সরকার গাজী রানাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় জনতা গাজী রানাকে উদ্ধার ও নিক সরকারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আহত গাজী রানা চৌদ্দগ্রাম পৌর সদরের ফালগুনকরা গ্রামের গাজী বাবুল মিয়ার ছেলে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় গাজী রানার মা রোমানা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।
অপরদিকে নিক সরকার ঢাকার উত্তরায় অবস্থিত ইউনাইটেড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও নতুন বাজার ভাটরা এলাকার সবুজ সরকারের ছেলে। গতকাল বুধবার রাত ৮টার দিকে চৌদ্দগ্রাম বাজারে ওয়াপদা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার-উজ-জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার বছর আগে ঢাকার নতুন বাজার এলাকায় থাকতেন ফাইজা আক্তার (২০) নামের এক মেয়ে। এ সময় তাঁর সঙ্গে নিক সরকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঢাকা থেকে মেয়েটি গ্রামের বাড়ি চৌদ্দগ্রামে গেলে তাঁর প্রেমের সম্পর্ক হয় গাজী রানার সঙ্গে। সৃষ্টি হয় ত্রিভুজ প্রেমের কাহিনি। এরই মধ্যে মেয়েটি নিক সরকারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। বিষয়টি প্রেমিক নিক সরকার জানতে পেরে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে চৌদ্দগ্রামে আসে। সেখানে ওয়াপদা রোডের একটি বাসায় প্রেমিকার সঙ্গে দেখা করেন তিনি।
এ সময় গাজী রানা ওই বাসায় আসলে দুই প্রেমিকের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই মধ্যে দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নিক সরকার নিজের কাছে থাকা চাপাতি দিয়ে গাজী রানাকে কুপিয়ে পালানোর চেষ্টা করে। গাজী রানার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তাঁর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
নিক সরকারের পিতা সবুজ সরকার বলেন, ‘আমার ছেলের সঙ্গে মুসলমান ধর্মের ফাইজা নামের একটি মেয়ের সম্পর্ক ছিল। গত দুই বছর আগে মেয়েটির পরিবার কুমিল্লার চৌদ্দগ্রামে চলে যায়। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম, ফাইজার সঙ্গে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক হয়েছে। নিক বিষয়টি মানতে না পেরে বুধবার ঢাকা থেকে চৌদ্দগ্রামে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ছেলেকে কুপিয়ে আহত করেছে বলে শুনেছি।’
সবুজ সরকার আক্ষেপ করে বলেন, ‘ছেলেকে আমি নিষেধ করেছি। আমরা খ্রিষ্টান ধর্মের, মুসলমান ধর্ম তোমাকে মেনে নিবে না। ছেলে কথা শুনল না।’
গুরুতর আহত গাজী রানার মামা অরণ্য বলেন, ‘আমি শুনেছি, গাজী রানাকে ঢাকার একটি ছেলে চাপাতি দিয়ে কুপিয়েছে। তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। ছেলের অবস্থা আশঙ্কাজনক।’
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, ‘গুরুতর আহত গাজী রানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
চৌদ্দগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান বলেন, ‘নিক সরকার নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে গাজী রানার মা রোমানা বেগম বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে