লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যা মামলায় স্বামী সুমন উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুমন রামগতি উপজেলার বড়খেরীর নাছির উদ্দিনের ছেলে।
আদালত ও মামলায় জানা গেছে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা যাওয়ার জন্য বাস ভাড়া চাওয়ায় সুমনের সঙ্গে স্ত্রী নীলার ঝগড়া হয়। এ নিয়ে সুমন স্ত্রীকে মারধর করেন। এর জেরে স্ত্রীকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে পরনের কাপড় খুলে বৈদ্যুতিক পাখার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন।
মামলায় আরও জানা গেছে, নীলা আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার চালান স্বামী সুমনসহ শ্বশুরবাড়ির লোকজন। পরদিন নিহতের ভাই মাহবুব মিয়া বাদী হয়ে স্বামী সুমনকে আসামি করে রামগতি থানায় হত্যা মামলা করেন। একই বছরের জুলাইয়ে সুমনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।
অপর দিকে রায়পুর উপজেলায় ৫৫ পিস ইয়াবা ও গাঁজা রাখার দায়ে দুজনকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে। দুপুরে একই আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল ও একই এলাকার মাসুম। ২০১৮ সালের ২৪ এপ্রিল আসামিদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলায় সুমনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাদক মামলায় দুজনকে তিন বছর করে সাজা দিয়েছেন একই আদালত।
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যা মামলায় স্বামী সুমন উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুমন রামগতি উপজেলার বড়খেরীর নাছির উদ্দিনের ছেলে।
আদালত ও মামলায় জানা গেছে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা যাওয়ার জন্য বাস ভাড়া চাওয়ায় সুমনের সঙ্গে স্ত্রী নীলার ঝগড়া হয়। এ নিয়ে সুমন স্ত্রীকে মারধর করেন। এর জেরে স্ত্রীকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে পরনের কাপড় খুলে বৈদ্যুতিক পাখার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন।
মামলায় আরও জানা গেছে, নীলা আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার চালান স্বামী সুমনসহ শ্বশুরবাড়ির লোকজন। পরদিন নিহতের ভাই মাহবুব মিয়া বাদী হয়ে স্বামী সুমনকে আসামি করে রামগতি থানায় হত্যা মামলা করেন। একই বছরের জুলাইয়ে সুমনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।
অপর দিকে রায়পুর উপজেলায় ৫৫ পিস ইয়াবা ও গাঁজা রাখার দায়ে দুজনকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে। দুপুরে একই আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল ও একই এলাকার মাসুম। ২০১৮ সালের ২৪ এপ্রিল আসামিদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলায় সুমনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাদক মামলায় দুজনকে তিন বছর করে সাজা দিয়েছেন একই আদালত।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার দাবিতে আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেয়। প্রায় আড়াই ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। এ সময় মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৬ মিনিট আগেআজ রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
৩৮ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে সজিব হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপরে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হন।
৪০ মিনিট আগেহেমন্তে নবান্ন উৎসবে মেতেছেন বগুড়ার শিবগঞ্জের মানুষ। বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুরুতে উপজেলার উথুলী বাজারে বসে মেলা। স্থানীয়দের দাবি প্রায় ৪ শ বছরের পুরোনো এই মেলা। আজ রোববার ভোর থেকেই ক্রেতা-বিক্রেতায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। এ মেলায় নতুন সবজি, মিষ্টির
৪৪ মিনিট আগে