সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ মিথ্যা দাবি করেছে উপজেলার দলিল লেখক সমিতি। সেই সঙ্গে নিজেদের পক্ষ থেকে মিথ্যা প্রচারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সমিতি। আজ শুক্রবার সকালে বাংলাদেশ দলিল লেখক সমিতি সীতাকুণ্ড উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মুনছুর ও মো. জহুরুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ অক্টোবর সীতাকুণ্ড দলিল লেখক সমিতির সদস্য মো. হারুন অর রশিদের নিজের মুসাবিদা করা নয় এমন একটি দলিল ঘিরে সাব রেজিস্ট্রারের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার পর দলিল লেখক হারুন অর রশিদ স্থানীয় লোকজনের প্ররোচনায় বিষয়টিকে ঘোলাটে করে তোলেন। তাঁদের মিথ্যা প্রচারণার মাধ্যমে সাবরেজিস্ট্রারের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি সরকারি দপ্তরের কাজে বিঘ্ন ঘটে, যার কারণে সীতাকুণ্ড দলিল লেখক সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা দলিল লেখক সমিতি দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ থাকব।
সীতাকুণ্ড দলিল লেখক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মুনছুর বলেন, সমিতির দুর্বলতার কারণে সদস্য হারুন অর রশিদ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালান। তাঁর এ প্রচারণায় শামিল হয় স্থানীয় একটি মহল। আমরা বিষয়টি অবগত হওয়ার পর সাবরেজিস্ট্রারের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়।
সীতাকুণ্ড উপজেলার সাবরেজিস্ট্রার মো. রায়হান হাবিব বলেন, দলিল লেখক হারুন অর রশিদ বিভিন্নজনের মুসাবিদা করা ত্রুটিপূর্ণ দলিল নিয়ে অফিসের স্টাফ ও আমার সঙ্গে বিরূপ আচরণ করেছেন। শুধু তাই নয়, বাইরে থেকে লোকজন এনে হামলার চেষ্টা চালিয়েছেন। তিনি আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে বিভিন্ন লোকজন দিয়ে রাজস্ব আদায়ে বাধা, মিথ্যা সংবাদ সম্মেলন ও কলম বিরতির নাটক করেছেন।
সাবরেজিস্ট্রার রায়হান হাবিব আরও বলেন, হারুন অর রশিদের কর্মকাণ্ড দলিল লেখক সমিতির নেতারা বুঝতে পেরে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি লিখিত সংবাদ বিজ্ঞপ্তি আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিদর্শক, জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। সেই সঙ্গে অভিযুক্ত দলিল লেখকের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে জানতে দলিল লেখক হারুন অর রশিদের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
সাবরেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণের দাবিতে কলম বিরতির ঘোষণা দিয়ে দলিল লেখক সমিতি গত ২৭ অক্টোবর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে। এ সময় অভিযোগ তোলা হয় সাবরেজিস্ট্রার রায়হান হাবিব সীতাকুণ্ডে আসার পর থেকে দলিল লেখকদের সঙ্গে মতানৈক্যের সূত্রপাত হয়। তিনি পাওয়ার অব অ্যাটর্নি মূলে (পণ মূল্য ব্যতীত) কবলার সম্পত্তি ভেঙে বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি দলিলের মূল্যের ওপর অতিরিক্ত ৭ পারসেন্ট পে-অর্ডার সংযুক্ত করেন। এ ছাড়া গত ৭ অক্টোবর ওয়ারিশ সূত্রে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে সাবরেজিস্ট্রারের কাছে হেনস্তার শিকার হন দলিল লেখক হারুন অর রশিদ। এ সময় তাঁর কাছে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা দাবি করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ মিথ্যা দাবি করেছে উপজেলার দলিল লেখক সমিতি। সেই সঙ্গে নিজেদের পক্ষ থেকে মিথ্যা প্রচারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সমিতি। আজ শুক্রবার সকালে বাংলাদেশ দলিল লেখক সমিতি সীতাকুণ্ড উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মুনছুর ও মো. জহুরুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ অক্টোবর সীতাকুণ্ড দলিল লেখক সমিতির সদস্য মো. হারুন অর রশিদের নিজের মুসাবিদা করা নয় এমন একটি দলিল ঘিরে সাব রেজিস্ট্রারের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার পর দলিল লেখক হারুন অর রশিদ স্থানীয় লোকজনের প্ররোচনায় বিষয়টিকে ঘোলাটে করে তোলেন। তাঁদের মিথ্যা প্রচারণার মাধ্যমে সাবরেজিস্ট্রারের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি সরকারি দপ্তরের কাজে বিঘ্ন ঘটে, যার কারণে সীতাকুণ্ড দলিল লেখক সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা দলিল লেখক সমিতি দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ থাকব।
সীতাকুণ্ড দলিল লেখক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মুনছুর বলেন, সমিতির দুর্বলতার কারণে সদস্য হারুন অর রশিদ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালান। তাঁর এ প্রচারণায় শামিল হয় স্থানীয় একটি মহল। আমরা বিষয়টি অবগত হওয়ার পর সাবরেজিস্ট্রারের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়।
সীতাকুণ্ড উপজেলার সাবরেজিস্ট্রার মো. রায়হান হাবিব বলেন, দলিল লেখক হারুন অর রশিদ বিভিন্নজনের মুসাবিদা করা ত্রুটিপূর্ণ দলিল নিয়ে অফিসের স্টাফ ও আমার সঙ্গে বিরূপ আচরণ করেছেন। শুধু তাই নয়, বাইরে থেকে লোকজন এনে হামলার চেষ্টা চালিয়েছেন। তিনি আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে বিভিন্ন লোকজন দিয়ে রাজস্ব আদায়ে বাধা, মিথ্যা সংবাদ সম্মেলন ও কলম বিরতির নাটক করেছেন।
সাবরেজিস্ট্রার রায়হান হাবিব আরও বলেন, হারুন অর রশিদের কর্মকাণ্ড দলিল লেখক সমিতির নেতারা বুঝতে পেরে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি লিখিত সংবাদ বিজ্ঞপ্তি আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিদর্শক, জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। সেই সঙ্গে অভিযুক্ত দলিল লেখকের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে জানতে দলিল লেখক হারুন অর রশিদের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
সাবরেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণের দাবিতে কলম বিরতির ঘোষণা দিয়ে দলিল লেখক সমিতি গত ২৭ অক্টোবর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে। এ সময় অভিযোগ তোলা হয় সাবরেজিস্ট্রার রায়হান হাবিব সীতাকুণ্ডে আসার পর থেকে দলিল লেখকদের সঙ্গে মতানৈক্যের সূত্রপাত হয়। তিনি পাওয়ার অব অ্যাটর্নি মূলে (পণ মূল্য ব্যতীত) কবলার সম্পত্তি ভেঙে বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি দলিলের মূল্যের ওপর অতিরিক্ত ৭ পারসেন্ট পে-অর্ডার সংযুক্ত করেন। এ ছাড়া গত ৭ অক্টোবর ওয়ারিশ সূত্রে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে সাবরেজিস্ট্রারের কাছে হেনস্তার শিকার হন দলিল লেখক হারুন অর রশিদ। এ সময় তাঁর কাছে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা দাবি করা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে