ভুল বাসে চড়ে চট্টগ্রামে ৩ শিশু, পরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ মে ২০২২, ২২: ২৫

ভুল বাসে করে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে আসা তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ১১, ১০ ও ৭ বছর বয়সী এই শিশুরা সম্পর্কে বোন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকবরশাহ থানাধীন একে খান মোড় থেকে তাদের উদ্ধার করা হয়। এরা লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্ব চরকলা কুপা গ্রামের আবু তাহেরের মেয়ে। 

আকবরশাহ থানার মো. জহির হোসেন আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জহির বলেন, ‘তারা ঈদের দিন এক ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে নিজের মতো বাড়িতে যাওয়ার জন্য রামগতি থেকে ভুল করে চট্টগ্রামগামী একটি বাসে উঠে পড়ে। ওই বাসে করে সন্ধ্যার দিকে তারা একে খান মোড়ে পৌঁছে। সেখানে নামার পরে কান্নাকাটি শুরু করে।’ 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শিশু তিনটিকে থানায় নিয়ে এসে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরে রামগতি থেকে আসেন স্বজনেরা। থানা থেকে শিশু তিনটিকে নিয়ে গেছেন তাঁরা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

স্বামীও জানতেন না স্ত্রী ঢাকা মেডিকেলের ছাত্রী নন

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন, আছেন যাঁরা

এস আলমের ঋণ জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত