নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতরে ট্রাক, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০০

চট্টগ্রাম নগরীতে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতরে ঢুকে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১১ জন। 

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত ব্যক্তির নাম বিকাশ চৌধুরী (২৪)। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রাম থেকে নগরের বহদ্দারহাটের উদ্দেশে আসা ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে সড়কের পাশে থাকা একটি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ সময় সড়কের পাশে থাকা কয়েকজন ফল বিক্রেতা ও হকার ট্রাকের ধাক্কায় আহত হন। ঘটনাস্থলে নিহত হন বিকাশ চৌধুরী নামের ওই যুবক। তিনি দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। এ ছাড়া আহত ১১ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা মিলে চমেক হাসপাতালে নিয়ে যান। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ফায়ার সার্ভিসের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত