নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুই পক্ষের ইট-পাটকেলের আঘাতে পুলিশের একজন এএসআই ও এক সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন—দৈনিক যুগান্তর ও আরটিভির সেনবাগ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সেনবাগ থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার আহমেদসহ উভয় পক্ষের পাঁচজন। আহতদের মধ্যে এএসআই কাউসারকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলছে, মঙ্গলবার দুপুরে আতাউর রহমান ভূঁইয়া প্রকাশ তমা মানিকের এক অনুসারীর সঙ্গে সেনবাগ সরকারি কলেজে এমপি মোরশেদ আলমের এক অনুসারীর হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় তমা মানিকের এক অনুসারীকে মারধর করে এমপির অনুসারীরা। পাল্টাপাল্টি দুটি ঘটনার সূত্র ধরে রাত ৯টার দিকে সেনবাগ হাইস্কুল গেটে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এলাকায়ও ককটেলের বিস্ফোরণ শুরু হয়। এরই মধ্যে ওই স্থানে মুখোমুখি হন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর ও ছাত্রলীগ নেতা সোয়েবের অনুসারীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পুলিশ দুই পক্ষের মাঝখানে থাকা অবস্থায় উভয় পক্ষ একে অপরের উদ্দেশে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশের এএসআই কাউসারের মাথা ইটের আঘাতে ফেটে যায় এবং ছবি তুলতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাংবাদিক জাহাঙ্গীরকে মারধর করে মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
স্থানীয় ও দলীয় একাধিক সূত্র বলছে, ছাত্রলীগ নেতা সোয়েব আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমের অনুসারী এবং তানভীর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেওয়া আতাউর রহমান ভূঁইয়া তমা মানিকের অনুসারী। ভোটে উভয় প্রার্থীর অংশগ্রহণ নিয়ে এ ঘটনা ঘটেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তাদের ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুই পক্ষের ইট-পাটকেলের আঘাতে পুলিশের একজন এএসআই ও এক সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন—দৈনিক যুগান্তর ও আরটিভির সেনবাগ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সেনবাগ থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার আহমেদসহ উভয় পক্ষের পাঁচজন। আহতদের মধ্যে এএসআই কাউসারকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলছে, মঙ্গলবার দুপুরে আতাউর রহমান ভূঁইয়া প্রকাশ তমা মানিকের এক অনুসারীর সঙ্গে সেনবাগ সরকারি কলেজে এমপি মোরশেদ আলমের এক অনুসারীর হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় তমা মানিকের এক অনুসারীকে মারধর করে এমপির অনুসারীরা। পাল্টাপাল্টি দুটি ঘটনার সূত্র ধরে রাত ৯টার দিকে সেনবাগ হাইস্কুল গেটে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এলাকায়ও ককটেলের বিস্ফোরণ শুরু হয়। এরই মধ্যে ওই স্থানে মুখোমুখি হন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর ও ছাত্রলীগ নেতা সোয়েবের অনুসারীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পুলিশ দুই পক্ষের মাঝখানে থাকা অবস্থায় উভয় পক্ষ একে অপরের উদ্দেশে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশের এএসআই কাউসারের মাথা ইটের আঘাতে ফেটে যায় এবং ছবি তুলতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাংবাদিক জাহাঙ্গীরকে মারধর করে মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
স্থানীয় ও দলীয় একাধিক সূত্র বলছে, ছাত্রলীগ নেতা সোয়েব আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমের অনুসারী এবং তানভীর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেওয়া আতাউর রহমান ভূঁইয়া তমা মানিকের অনুসারী। ভোটে উভয় প্রার্থীর অংশগ্রহণ নিয়ে এ ঘটনা ঘটেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তাদের ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১১ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১৫ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৪২ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে