হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জালসহ মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদী থেকে জেলেদের আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী ও নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করেন।
নৌ-পুলিশ জানায়, গভীর রাতে মেঘনা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশের একটি দল। এ সময় টাংকির ঘাটের কাছে নদীতে জাল পাতানো অবস্থায় একটি ছোট মাছ ধরার নৌকা পাওয়া যায়। পরে নৌকায় থাকা চার জেলে হাতিয়ার হরনী ইউনিয়নের মো. সালা উদ্দিন (২৬), মো. হাসিব (১৯), মো. হানিফ (২০), মো. স্বপন (২৮), জাহাজমারা ইউনিয়নের আব্দুর রহিম (১৮), মো. ইউছুফ (১৯) ও মো. মনির মাঝিকে (২৬) আটক করে নলচিরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহার করা একটি নৌকা ও ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) মেহেদী জামান জানান, আটক জেলেদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে নৌ-পুলিশ বাদী হয়ে মৎস্য সংরক্ষণ আইনে হাতিয়া থানায় মামলা দিয়েছে।
এদিকে একই সময়ে হাতিয়ার মৌলভীর চরের কাছে মেঘনা নদী থেকে একটি ছোট নৌকা জব্দ করে মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর নেতৃত্বে পরিচালিত দল। এ সময় নৌকায় থাকা ছয় জেলেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে জাল ও নৌকা মৎস্য অফিসের অধীনে জব্দ করে রাখা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন ধরে এ ধরনের সংবাদ আসছে। এর জন্য রাতে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’
নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জালসহ মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদী থেকে জেলেদের আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী ও নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করেন।
নৌ-পুলিশ জানায়, গভীর রাতে মেঘনা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশের একটি দল। এ সময় টাংকির ঘাটের কাছে নদীতে জাল পাতানো অবস্থায় একটি ছোট মাছ ধরার নৌকা পাওয়া যায়। পরে নৌকায় থাকা চার জেলে হাতিয়ার হরনী ইউনিয়নের মো. সালা উদ্দিন (২৬), মো. হাসিব (১৯), মো. হানিফ (২০), মো. স্বপন (২৮), জাহাজমারা ইউনিয়নের আব্দুর রহিম (১৮), মো. ইউছুফ (১৯) ও মো. মনির মাঝিকে (২৬) আটক করে নলচিরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহার করা একটি নৌকা ও ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) মেহেদী জামান জানান, আটক জেলেদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে নৌ-পুলিশ বাদী হয়ে মৎস্য সংরক্ষণ আইনে হাতিয়া থানায় মামলা দিয়েছে।
এদিকে একই সময়ে হাতিয়ার মৌলভীর চরের কাছে মেঘনা নদী থেকে একটি ছোট নৌকা জব্দ করে মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর নেতৃত্বে পরিচালিত দল। এ সময় নৌকায় থাকা ছয় জেলেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে জাল ও নৌকা মৎস্য অফিসের অধীনে জব্দ করে রাখা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন ধরে এ ধরনের সংবাদ আসছে। এর জন্য রাতে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২৩ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২৭ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে