চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিকল্পনা কমিটির সভার অনুমোদন ছাড়াই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ আইনের লঙ্ঘন উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নিতে উপাচার্যকে চিঠি দিয়েছেন সিএসই বিভাগের চার শিক্ষক। গতকাল বুধবার তাঁদের সই করা চিঠি উপাচার্য বরাবর পাঠানো হয়। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম।
চিঠিতে সই করা সেই শিক্ষকেরা হলেন অধ্যাপক ড. মোহাম্মদ অছিয়র রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. রাশেদ মোস্তফা ও সহকারী অধ্যাপক এ এইচ এম সাজেদুল হক।
চিঠিতে তাঁরা লেখেন, গত ২৩ জানুয়ারি বিভাগের স্থায়ী প্রভাষক পদের জন্য দুইজন নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে বিভাগে ১৯ জন শিক্ষক কর্মরত আছেন এবং দুজন শিক্ষা ছুটিতে আছেন। সব শিক্ষক আন্ডারলোডে থাকায় বিভাগীয় পরিকল্পনা কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ হয়ে যায়। এর পরও নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী। এভাবে বিভাগীয় পরিকল্পনা কমিটির সভার সিদ্ধান্ত ছাড়া নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করবে।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও উপাচার্যকে চিঠি দেওয়া চার শিক্ষকের একজন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন শিক্ষক নিতে হলে বিভাগীয় পরিকল্পনা কমিটির সভায় অনুমোদন হতে হয়। গত মাসে আমাদের বিভাগে দুই জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা আগেই বিভাগীয় পরিকল্পনা কমিটির সভায় নাকচ করা হয়েছিল। তাই আমরা যথাযথ ব্যবস্থা নিতে উপাচার্যকে চিঠি দিয়েছি।’
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘পরিকল্পনা কমিটি বিভাগে শিক্ষকের প্রয়োজন নেই বলার পরও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশকে বিশ্ববিদ্যালয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার শামিল। এটা সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টের লঙ্ঘন। সরকার যেখানে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করছে, সেখানে অপ্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে অর্থের অপচয়ও অপরাধ। প্রয়োজন না থাকা সত্ত্বেও অ্যাক্ট লঙ্ঘন করে অতিরিক্ত শিক্ষক নিয়োগের পেছনে বিশেষ স্বার্থ রয়েছে বলে মনে হয়।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম বলেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হাছান মিয়া বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্তেই ওই বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। তাই কোনো মন্তব্য করতে পারব না।’
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতারকে। কিন্তু ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করে জানান, তিনি ব্যস্ত আছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিকল্পনা কমিটির সভার অনুমোদন ছাড়াই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ আইনের লঙ্ঘন উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নিতে উপাচার্যকে চিঠি দিয়েছেন সিএসই বিভাগের চার শিক্ষক। গতকাল বুধবার তাঁদের সই করা চিঠি উপাচার্য বরাবর পাঠানো হয়। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম।
চিঠিতে সই করা সেই শিক্ষকেরা হলেন অধ্যাপক ড. মোহাম্মদ অছিয়র রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. রাশেদ মোস্তফা ও সহকারী অধ্যাপক এ এইচ এম সাজেদুল হক।
চিঠিতে তাঁরা লেখেন, গত ২৩ জানুয়ারি বিভাগের স্থায়ী প্রভাষক পদের জন্য দুইজন নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে বিভাগে ১৯ জন শিক্ষক কর্মরত আছেন এবং দুজন শিক্ষা ছুটিতে আছেন। সব শিক্ষক আন্ডারলোডে থাকায় বিভাগীয় পরিকল্পনা কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ হয়ে যায়। এর পরও নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী। এভাবে বিভাগীয় পরিকল্পনা কমিটির সভার সিদ্ধান্ত ছাড়া নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করবে।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও উপাচার্যকে চিঠি দেওয়া চার শিক্ষকের একজন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন শিক্ষক নিতে হলে বিভাগীয় পরিকল্পনা কমিটির সভায় অনুমোদন হতে হয়। গত মাসে আমাদের বিভাগে দুই জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা আগেই বিভাগীয় পরিকল্পনা কমিটির সভায় নাকচ করা হয়েছিল। তাই আমরা যথাযথ ব্যবস্থা নিতে উপাচার্যকে চিঠি দিয়েছি।’
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘পরিকল্পনা কমিটি বিভাগে শিক্ষকের প্রয়োজন নেই বলার পরও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশকে বিশ্ববিদ্যালয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার শামিল। এটা সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টের লঙ্ঘন। সরকার যেখানে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করছে, সেখানে অপ্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে অর্থের অপচয়ও অপরাধ। প্রয়োজন না থাকা সত্ত্বেও অ্যাক্ট লঙ্ঘন করে অতিরিক্ত শিক্ষক নিয়োগের পেছনে বিশেষ স্বার্থ রয়েছে বলে মনে হয়।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম বলেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হাছান মিয়া বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্তেই ওই বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। তাই কোনো মন্তব্য করতে পারব না।’
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতারকে। কিন্তু ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করে জানান, তিনি ব্যস্ত আছেন।
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১০ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১৪ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৪১ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৪৪ মিনিট আগে