আমদানি করা ১০০ টনের অধিক গম পচা, বিপাকে স্থলবন্দর কর্তৃপক্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২২, ১৭: ১৬

ভারত থেকে আখাউড়া স্থলবন্দরে আসা অন্তত ১০০ টনের অধিক গম পচে গেছে। এসব পচা গম নিয়ে বিপাকে পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ও আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ। মে মাসের শেষ দিকে এসব গমের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেছিল। 

জানা যায়, প্রতি টন ৩১ হাজার ৭৪০ টাকা (৩৪৫ মার্কিন ডলার) মূল্যে গমগুলো আমদানি করে চট্টগ্রামের এম আলম গ্রুপ। গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে এসব গম আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। এখন পর্যন্ত কয়েক হাজার টন গম আমদানি করেছে তারা। 

মূলত, ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার সঙ্গে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণেই গমের এ অবস্থা হয়েছে। মূলত নির্ধারিত সময়ে গম আসতে না পারা ও সেখানে বৃষ্টিতে ভেজাসহ নানা কারণে গম পচে যায়। 

ভারত থেকে পচা গম এসেছে কি না-এমন কথা নাকচ করে দিয়েছে সংশ্লিষ্টরা। তারা জানিয়েছে, বাংলাদেশে আসার পর ভিজে এসব গম পচে গেছে। 

তবে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছে, শেষ দিকে আসা গম ভারত থেকেই পচা অবস্থায় এসেছে। এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। 

গমের আমদানিকারক এস আলম গ্রুপের প্রতিনিধি মো. জিহাদ বলেন, গম আনার পর ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে না পারায় বৃষ্টিতে ভিজে গম পচে গেছে। পচা গম খালাসে বিলম্ব হওয়ায় বন্দরের ওয়্যারহাউসে সংরক্ষণ করে রাখা হচ্ছে। তবে ভারত থেকেই কি পচা গম এসেছে, নাকি বন্দরে পড়ে থাকার কারণে পচেছে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, খালাসের অপেক্ষায় বেশ কিছুদিন ধরে স্থলবন্দরে পড়ে থাকার কারণে বৃষ্টিতে ভিজে কিছু গম নষ্ট হয়ে গেছে। বিষয়টি আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজেরাই আলোচনা করে সমাধান করবে। 

সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন বলেন, গাড়ি বন্দরে আসার পর চালকেরা গমগুলো ঠিকমতো ঢাকেননি। সে জন্য বৃষ্টিতে ভিজে ১০০ টনের মতো গম পচে গেছে। বিষয়টি নিয়ে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান কথা বলছে। 

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন বলেন, ‘আখাউড়া বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভিজেনি। আনার আগেই হয়তো এমনটি হয়ে থাকতে পারে। তবে আমি যতটুকু জানি শেষদিকে আসা গম পচা ছিল।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত