২৬ বছরে দেশটাকে বিরান করে দিয়েছিল বিএনপি: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ২১: ১১

বিএনপি দেশটা শাসন করেছে ২৬ বছর। এই সময়ের মধ্যে তারা দেশটাকে বিরান করে দিয়েছিল। আর শেখ হাসিনা দেশটাকে করেছেন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবনির্মিত দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্পে গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

স্থানীয় এমপি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দেশের জনগণকে আমরা যে সেবাটা করি এটা বিএনপি পছন্দ করে না। তাদের কথা হচ্ছে আপনাদের নামে ভিক্ষা আনবে এবং সে ভিক্ষা তারা লুটপাট করবে। আর আপনাদের ওপর অত্যাচার করবে— এটাই হচ্ছে তাদের নিয়ম। আমরা সেই নিয়মে বিশ্বাস করি না।’

আজ বিকেলে মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার মনকাশাইর এলাকায় নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে ৪০৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা জনগণের প্রতিনিধি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান, সে জন্য তিনি জনগণের কথা ভাবেন।’

বিএনপির শাসনামলের মূল্যায়ন করতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপি নেতারা বলে বেড়ায় রিজার্ভ অনেক কমে গেছে। তাদের মনে করিয়ে দিতে হয়, ওনারা যখন ক্ষমতা ছেড়ে চলে যান দেশটাকে এমন ধ্বংস করেছিলেন যে তখন রিজার্ভ ছিল মাত্র ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের রিজার্ভ করেছিল ৪৮ বিলিয়ন ডলার। তাও করেছিল ১০ বছরে। ওনারা দেশটাকে শাসন করেছিলেন ২৬ বছর, তখন দেশটাকে বিরান করে দিয়েছেন। আর শেখ হাসিনা দেশটাকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন উন্নয়নের রোল মডেল হিসেবে।’

উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল আলম ঝিনুক, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন। পরে উপজেলার সৈয়দাবাদ গ্রামে নবনির্মিত মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্রটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত