নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড হয়েছে। ‘বাংলার সৌরভ’ নামে জাহাজে এই অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় জাহাজের ৪৮ জনকে উদ্ধার করা হলেও মো. সাদেক নামের এক নাবিক আতঙ্কিত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সাগরে এই অগ্নিকাণ্ড হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৪টায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন।
তিনি বলেন, জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হই। তবে ঘটনাস্থল বহির্নোঙরে হওয়ায় ফায়ার সার্ভিসের সেখানে দায়িত্ব পালন করার সুযোগ ছিল না। অন্যান্য সংস্থার উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। এর মধ্যে কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে আসেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধার করেন জাহাজের ৪৮ নাবিককে। কিন্তু ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সাদেক নামে ওই নাবিকের মৃত্যু হয়েছে।
জাহাজের ডেক থেকে আগুনের সূত্রপাত হলেও ঠিক কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, ১১ হাজার ৬০০ মেট্রিকটন ক্রুড ওয়েল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিল ট্যাংকারটি। ট্যাংকারটিতে ক্রুসহ মোট ৪৮ জন কর্মরত ছিলেন।
এর আগে গত সোমবার বেলা ১১টায় কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামের আরও একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিএসসি সূত্রে জানা যায়, বিএসসির বহরে রয়েছে দুটি তেলের ট্যাংকার। ‘বাংলার জ্যোতি’ ও ‘ বাংলার সৌরভ’ নামের ট্যাংকার দুটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল ডেনমার্কে। ট্যাংকার দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসে। পরপর দুটি জাহাজে ঘটনায় চট্টগ্রাম বন্দরে অন্যান্য জাহাজের সংশ্লিষ্টদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
এদিকে ঘটনা সম্পর্কে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মাসুদ ইকবাল জানান, আগুনের খবর পেয়ে আমরা সমন্বিতভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। জাহাজে থাকা ৪৮ নাবিককে আমরা উদ্ধার করি। পরে ট্রমার কারণে সাদেক নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড হয়েছে। ‘বাংলার সৌরভ’ নামে জাহাজে এই অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় জাহাজের ৪৮ জনকে উদ্ধার করা হলেও মো. সাদেক নামের এক নাবিক আতঙ্কিত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সাগরে এই অগ্নিকাণ্ড হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৪টায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন।
তিনি বলেন, জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হই। তবে ঘটনাস্থল বহির্নোঙরে হওয়ায় ফায়ার সার্ভিসের সেখানে দায়িত্ব পালন করার সুযোগ ছিল না। অন্যান্য সংস্থার উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। এর মধ্যে কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে আসেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধার করেন জাহাজের ৪৮ নাবিককে। কিন্তু ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সাদেক নামে ওই নাবিকের মৃত্যু হয়েছে।
জাহাজের ডেক থেকে আগুনের সূত্রপাত হলেও ঠিক কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, ১১ হাজার ৬০০ মেট্রিকটন ক্রুড ওয়েল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিল ট্যাংকারটি। ট্যাংকারটিতে ক্রুসহ মোট ৪৮ জন কর্মরত ছিলেন।
এর আগে গত সোমবার বেলা ১১টায় কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামের আরও একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিএসসি সূত্রে জানা যায়, বিএসসির বহরে রয়েছে দুটি তেলের ট্যাংকার। ‘বাংলার জ্যোতি’ ও ‘ বাংলার সৌরভ’ নামের ট্যাংকার দুটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল ডেনমার্কে। ট্যাংকার দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসে। পরপর দুটি জাহাজে ঘটনায় চট্টগ্রাম বন্দরে অন্যান্য জাহাজের সংশ্লিষ্টদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
এদিকে ঘটনা সম্পর্কে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মাসুদ ইকবাল জানান, আগুনের খবর পেয়ে আমরা সমন্বিতভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। জাহাজে থাকা ৪৮ নাবিককে আমরা উদ্ধার করি। পরে ট্রমার কারণে সাদেক নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
২৯ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে