নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত অপরাধী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের (৩২) সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। সাইফুলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে বায়েজিদ লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাতে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ২টার দিকে চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বার্মা সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বার্মা সাইফুল সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ১৮ মামলার আসামি। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।
গোলাগুলির ঘটনায় সাইফুল গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি জানান, বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল। ভোররাতে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন– বায়েজিদ থানার উপপরিদর্শক কে এম নজিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো. রবিউল হোসেন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত অপরাধী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের (৩২) সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। সাইফুলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে বায়েজিদ লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাতে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ২টার দিকে চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বার্মা সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বার্মা সাইফুল সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ১৮ মামলার আসামি। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।
গোলাগুলির ঘটনায় সাইফুল গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি জানান, বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল। ভোররাতে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন– বায়েজিদ থানার উপপরিদর্শক কে এম নজিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো. রবিউল হোসেন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১০ ঘণ্টা আগে