লক্ষ্মীপুর প্রতিনিধি
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।
খালিদ হোসেন বলেন, ‘দুর্যোগ-দুর্দিনে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। আলেম সমাজও আপনাদের পাশে আছে।’
আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যার্ত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করছে। এমনকি তাঁদের কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া তাঁদের বিনা মূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সরকারের পাশাপাশি আসসুন্নাহ ফাউন্ডেশন, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরাও বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানান খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন।’
ত্রাণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।
খালিদ হোসেন বলেন, ‘দুর্যোগ-দুর্দিনে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। আলেম সমাজও আপনাদের পাশে আছে।’
আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যার্ত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করছে। এমনকি তাঁদের কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া তাঁদের বিনা মূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সরকারের পাশাপাশি আসসুন্নাহ ফাউন্ডেশন, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরাও বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানান খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন।’
ত্রাণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
৩৯ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে