নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টানা ১৫ দিনের তীব্র গরমের পর চট্টগ্রামে একপশলা বৃষ্টি ঈদের দিনে স্বস্তির ইঙ্গিত বলে মনে করছেন চট্টগ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রায় ১০ মিনিট বৃষ্টি দেখা মিলেছে। চট্টগ্রাম নগরীসহ চট্টগ্রামের একেক স্থানে বৃষ্টির এই স্থায়িত্ব কম বেশি হলেও বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।
চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া এলাকার বাসিন্দা মো. রায়হানুল হক বলেন, ‘অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি হয়েছে এটাই অনেক শান্তির। আগামীকাল ঈদের আগে পরিবেশটা সৃষ্টিকর্তার পক্ষ থেকেই ঠান্ডা করে দেওয়া হলো।’
গত ১৫ দিনের তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ছিল। একপশলা বৃষ্টির অপেক্ষায় ছিলেন সবাই। দু-এক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নামার খবর আসছিল। অবশেষে বৃহস্পতিবার আকাশ থেকে নামল বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত আর দমকা হাওয়া।
এদিকে হালকা বৃষ্টির পর বাতাসে গরম ভাবও কমে আসে অনেকখানি। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বৃষ্টির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সম্পাদক ফারুক ইকবাল লেখেন, ‘আহা! স্বস্তির বৃষ্টি, শান্তির বৃষ্টি। রাত এখন পৌনে ৪টা। এই সময়ে এমন প্রাণমন শীতল করা বিপুল আকাঙ্ক্ষার ঝিরিঝিরি বৃষ্টি।
ক্যাপশন: এক পশলা স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম নগরী। ছবিটি বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকা থেকে তোলা।
টানা ১৫ দিনের তীব্র গরমের পর চট্টগ্রামে একপশলা বৃষ্টি ঈদের দিনে স্বস্তির ইঙ্গিত বলে মনে করছেন চট্টগ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রায় ১০ মিনিট বৃষ্টি দেখা মিলেছে। চট্টগ্রাম নগরীসহ চট্টগ্রামের একেক স্থানে বৃষ্টির এই স্থায়িত্ব কম বেশি হলেও বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।
চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া এলাকার বাসিন্দা মো. রায়হানুল হক বলেন, ‘অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি হয়েছে এটাই অনেক শান্তির। আগামীকাল ঈদের আগে পরিবেশটা সৃষ্টিকর্তার পক্ষ থেকেই ঠান্ডা করে দেওয়া হলো।’
গত ১৫ দিনের তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ছিল। একপশলা বৃষ্টির অপেক্ষায় ছিলেন সবাই। দু-এক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নামার খবর আসছিল। অবশেষে বৃহস্পতিবার আকাশ থেকে নামল বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত আর দমকা হাওয়া।
এদিকে হালকা বৃষ্টির পর বাতাসে গরম ভাবও কমে আসে অনেকখানি। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বৃষ্টির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সম্পাদক ফারুক ইকবাল লেখেন, ‘আহা! স্বস্তির বৃষ্টি, শান্তির বৃষ্টি। রাত এখন পৌনে ৪টা। এই সময়ে এমন প্রাণমন শীতল করা বিপুল আকাঙ্ক্ষার ঝিরিঝিরি বৃষ্টি।
ক্যাপশন: এক পশলা স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম নগরী। ছবিটি বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকা থেকে তোলা।
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনাব্যতা সংকটে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ১১ দিনে ফেরত গেছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
২৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তাঁরা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগেইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে