রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে মো. হানিফ নামে একজন মাদ্রাসার প্রভাষককে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈদের আগের দিন অভিযুক্তরা ওই প্রভাষক ও তাঁর পরিবারের সদস্যদের বেদম মারধর করেন। এ নিয়ে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তাঁদের পুনরায় চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগে জানা যায়, মো. হানিফ হর্ণিদুর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চারপাতা গ্রামের আফজল পাটওয়ারীবাড়ির বাসিন্দা। পারিবারিক জায়গা-জমি নিয়ে তাঁদের আপন ভাই ও ভাতিজার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ মে ভুক্তভোগীর আপন ভাই রুহুল আমিন, ওসমান গনি সরোয়ার এবং তাঁদের ছেলে খোরশেদ আলম ও মোরশেদ আলম প্রভাষককে সপরিবারে মারধর করেন। এ সময় গুরুতর আহত হন প্রভাষক হানিফ। তাঁকে আহত অবস্থায় প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে এর পর থেকেই মামলা প্রত্যাহার করতে অভিযুক্তরা নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাঁরা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, ‘অভিযুক্তরা আমাদের মারধর করেই থামছেন না। তাঁরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। এদের মধ্যে মোরশেদ আলম ও ওসমান গণি সরোয়ার প্রকাশ্যেই হত্যার হুমকি দিচ্ছেন। প্রয়োজনে তাঁরা ঘটনা ঘটিয়ে বিদেশে পাড়ি দেবেন বলে শাসাচ্ছেন। এ জন্য আমরা ভয় ও আতঙ্কে আছি। এখন পর্যন্ত আমার অসুস্থ স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত মোরশেদ আলমের বোন আফরোজা মিসু বলেন, ‘জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। দাদির কাছ থেকে চাচা সব জমি দলিল করে নিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। জমি মাপতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে চাচা আহত হয়েছেন। কোনো হুমকি দেওয়া হচ্ছে না।’
মামলাটির তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য আসামিদের চাপ বা হুমকির বিষয়টি বাদীপক্ষ থেকে আমাদের এখনো জানানো হয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরের রায়পুরে মো. হানিফ নামে একজন মাদ্রাসার প্রভাষককে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈদের আগের দিন অভিযুক্তরা ওই প্রভাষক ও তাঁর পরিবারের সদস্যদের বেদম মারধর করেন। এ নিয়ে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তাঁদের পুনরায় চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগে জানা যায়, মো. হানিফ হর্ণিদুর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চারপাতা গ্রামের আফজল পাটওয়ারীবাড়ির বাসিন্দা। পারিবারিক জায়গা-জমি নিয়ে তাঁদের আপন ভাই ও ভাতিজার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ মে ভুক্তভোগীর আপন ভাই রুহুল আমিন, ওসমান গনি সরোয়ার এবং তাঁদের ছেলে খোরশেদ আলম ও মোরশেদ আলম প্রভাষককে সপরিবারে মারধর করেন। এ সময় গুরুতর আহত হন প্রভাষক হানিফ। তাঁকে আহত অবস্থায় প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে এর পর থেকেই মামলা প্রত্যাহার করতে অভিযুক্তরা নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাঁরা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, ‘অভিযুক্তরা আমাদের মারধর করেই থামছেন না। তাঁরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। এদের মধ্যে মোরশেদ আলম ও ওসমান গণি সরোয়ার প্রকাশ্যেই হত্যার হুমকি দিচ্ছেন। প্রয়োজনে তাঁরা ঘটনা ঘটিয়ে বিদেশে পাড়ি দেবেন বলে শাসাচ্ছেন। এ জন্য আমরা ভয় ও আতঙ্কে আছি। এখন পর্যন্ত আমার অসুস্থ স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত মোরশেদ আলমের বোন আফরোজা মিসু বলেন, ‘জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। দাদির কাছ থেকে চাচা সব জমি দলিল করে নিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। জমি মাপতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে চাচা আহত হয়েছেন। কোনো হুমকি দেওয়া হচ্ছে না।’
মামলাটির তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য আসামিদের চাপ বা হুমকির বিষয়টি বাদীপক্ষ থেকে আমাদের এখনো জানানো হয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
দুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে।
২ মিনিট আগেসৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় ইসলাম নামের বাংলাদেশি এক যুবক মারা গেছেন। গতকাল রোববার সৌদি আরবের সময় রাত ৯টার দিকে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
১৩ মিনিট আগেবেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছেন তাদের হত্যাকারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। শুধু ছাত্র-জনতা হত্যা নয়, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব হত্যার ঘটনা ঘটেছে সব হত্যার বিচার করা হবে।
২৪ মিনিট আগেসড়ক দুর্ঘটনা, মরদেহ, পুলিশ, বাঁশখালী, চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর
১ ঘণ্টা আগে