নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: অপেক্ষার পালা ফুরাল। চট্টগ্রামে এসেছে পৌঁছেছে চীনা কোম্পানি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। সংকটের কারণে গত মে মাসের শুরুতে সারা দেশের মতো চট্টগ্রামেও টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ায় এই সংকট তৈরি হয়।
আজ শুক্রবার সকালে সিনোফার্মের টিকা চট্টগ্রামে পৌঁছায়। এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ৯১ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছি। শনিবার থেকে চমেক কেন্দ্রে টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। সেগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা।
জানা গেছে, চট্টগ্রামে নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ১৫ হাজার মানুষ।
চট্টগ্রাম: অপেক্ষার পালা ফুরাল। চট্টগ্রামে এসেছে পৌঁছেছে চীনা কোম্পানি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। সংকটের কারণে গত মে মাসের শুরুতে সারা দেশের মতো চট্টগ্রামেও টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ায় এই সংকট তৈরি হয়।
আজ শুক্রবার সকালে সিনোফার্মের টিকা চট্টগ্রামে পৌঁছায়। এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ৯১ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছি। শনিবার থেকে চমেক কেন্দ্রে টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। সেগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা।
জানা গেছে, চট্টগ্রামে নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ১৫ হাজার মানুষ।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৪১ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৪৩ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৪৪ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে