দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
মহাসড়ক পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে কুমিল্লায় যাচ্ছিলেন শিমুল (২৯) ও তাঁর স্ত্রী ইয়াসমিন (২১) ৷ এ সময় মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় এসে পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরির পেছনে ধাক্কা দেয় মালামাল বহনকারী পিকআপ ভ্যানটি। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিকআপচালক আবু সাঈদ (৩৬)।
নিহত স্বামী-স্ত্রী কুমিল্লার রামকৃষ্ণপুরের সোয়ারামপুরের বাসিন্দা ৷ চালক কুমিল্লার চান্দিনা এলাকার আবদুল বারেকের ছেলে। আহত দুজন হলেন পিকআপ ভ্যানের হেল্পার সাগর (২২) ও নিহত শিমুলের বাবা দেলোয়ার হোসেন (৬৫)।
ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত হয়েছেন। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া জানান, রাত ২টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। সোয়া ২টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থলেই শিমুল ও তাঁর স্ত্রী ইয়াসমিন মারা যান। পিকআপ ভ্যানের চালক আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
মহাসড়ক পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে কুমিল্লায় যাচ্ছিলেন শিমুল (২৯) ও তাঁর স্ত্রী ইয়াসমিন (২১) ৷ এ সময় মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় এসে পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরির পেছনে ধাক্কা দেয় মালামাল বহনকারী পিকআপ ভ্যানটি। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিকআপচালক আবু সাঈদ (৩৬)।
নিহত স্বামী-স্ত্রী কুমিল্লার রামকৃষ্ণপুরের সোয়ারামপুরের বাসিন্দা ৷ চালক কুমিল্লার চান্দিনা এলাকার আবদুল বারেকের ছেলে। আহত দুজন হলেন পিকআপ ভ্যানের হেল্পার সাগর (২২) ও নিহত শিমুলের বাবা দেলোয়ার হোসেন (৬৫)।
ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত হয়েছেন। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া জানান, রাত ২টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। সোয়া ২টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থলেই শিমুল ও তাঁর স্ত্রী ইয়াসমিন মারা যান। পিকআপ ভ্যানের চালক আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।
অনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
২১ মিনিট আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
২১ মিনিট আগেযশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায়
৪১ মিনিট আগেকেঁদে কেঁদে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল তিন বছরের শিশু মুসা; কিন্তু বাবা আহাদ মোল্লা থামেননি। গলা কেটে তিনি হত্যা করেন মুসাকে। এর আগে বড় ছেলে সাত বছরের রোহানকে একইভাবে হত্যা করেন আহাদ। তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানী
২ ঘণ্টা আগে