ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মামলার পর উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রাম থেকে রাকিবুল হাসান শুভ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসা বাড়ি ও মসজিদে পানির সংকট দেখা দেয়। ইফতার, তারাবি, সাহরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পড়েন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এ নিয়ে কোনো উদ্যোগ না নেওয়া ক্ষিপ্ত হন এলাকাবাসী।
এরই প্রেক্ষিতে গত রোববার রাত পৌনে ৮টা দিকে মিছিল নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালান এলাকাবাসী। পরে ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। পরে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে জনগণ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এই ঘটনায় ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বাদী হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা করেন।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ‘এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে আসামিদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মামলার পর উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রাম থেকে রাকিবুল হাসান শুভ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসা বাড়ি ও মসজিদে পানির সংকট দেখা দেয়। ইফতার, তারাবি, সাহরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পড়েন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এ নিয়ে কোনো উদ্যোগ না নেওয়া ক্ষিপ্ত হন এলাকাবাসী।
এরই প্রেক্ষিতে গত রোববার রাত পৌনে ৮টা দিকে মিছিল নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালান এলাকাবাসী। পরে ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। পরে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে জনগণ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এই ঘটনায় ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বাদী হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা করেন।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ‘এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে আসামিদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
আজ রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
৩০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে সজিব হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপরে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হন।
৩২ মিনিট আগেহেমন্তে নবান্ন উৎসবে মেতেছেন বগুড়ার শিবগঞ্জের মানুষ। বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুরুতে উপজেলার উথুলী বাজারে বসে মেলা। স্থানীয়দের দাবি প্রায় ৪ শ বছরের পুরোনো এই মেলা। আজ রোববার ভোর থেকেই ক্রেতা-বিক্রেতায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। এ মেলায় নতুন সবজি, মিষ্টির
৩৬ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের কলতাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে