ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের গ্রাফিতি ও দেয়াল লেখন 

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ২১: ০৮

‘শিক্ষা ও ছাত্রলীগ একসাথে চলবে না’, ‘রাষ্ট্র সংস্কার চাই’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’ এমন প্রতিবাদী স্লোগান–গ্রাফিতি ও দেয়াল লিখন ফেনীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রতিবাদে আজ রোববার ফেনীতে গ্রাফিতি ও দেয়াল লিখনের এ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, গুম হওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া এবং দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করে। 

ফেনীতে দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের ইসলামপুর রোড, তাকিয়া রোড ও পশ্চিম উকিল পাড়া এলাকার বিভিন্ন দেয়ালে প্রতিবাদ স্লোগান লেখেন। 

ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের দেয়াল লেখন। ছবি: আজকের পত্রিকা তানিশা নামে ফেনী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবির আন্দোলনে যেভাবে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ হয়েছে তা অবর্ণনীয়। সারা দেশের ন্যায় ফেনীতেও আমাদের ওপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা করেছে। এসবের প্রতিবাদে আমাদের এ কর্মসূচি।’ 

স্নেহা নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘কোটা আন্দোলন ঘিরে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রতিবাদ হিসেবে আজকে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত