হিমেল চাকমা, রাঙামাটি
নিজের নিরাপত্তা, সাবেক স্ত্রী ও স্ত্রীর প্রেমিক জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে রাঙামাটি সদর উপজেলার কৃষক লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান। আজ সোমবার সকালে রাঙামাটি শহরের বনরূপার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোস্তাফিজুর।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজ বলেন, ২০০৬ সালে প্রেম করে মনিকা আক্তারকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান থাকলেও পরে মোস্তাফিজুরকে ডিভোর্স দেন মনিকা। তাঁর অভিযোগ সাবেক স্ত্রী মনিকা বিভিন্ন জনের সঙ্গে অবৈধ মেলামেশা করে তাঁদের ব্ল্যাকমেল করে। এ কথা জানার পর বাধা দিলে আরও বেপরোয়া হয়ে উঠে মনিকা। একপর্যায়ে ২০২১ সালে ২৯ জুলাই ফারুক আহমেদের নেতৃত্বে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা করে। এখন সে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মোস্তাফিজুর। মনিকা আক্তার ও ফারুকের বিচারের দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি শহরের আমানতবাগে বাসিন্দা বিল্লাল হোসেন টিটু, সাহেব আলী ও শ্যামল চৌধুরী।
এর কিছুদিন আগে মনিকা ঢাকায় এক সংবাদ সম্মেলনে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।
এ প্রসঙ্গে মনিকা আক্তার বলেন, আমার বিরুদ্ধে সাবেক স্বামী যে অভিযোগ তুলেছে তা রহস্যজনক। সাব্বির বিরোধী দল করে বলে তাঁকে ফাঁসানো হচ্ছে। সাব্বির আমার বন্ধু মাত্র।
মোস্তাফিজুর অভিযোগ প্রসঙ্গে মনিকা আরও বলেন, তিনি আমার প্রেমিক মেয়র আকবর হোসেনের নাম আনেনি কেন? মেয়র আকবর হোসেনও আমার প্রেমিক। মেয়র আমার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছে। তাঁর কথায় আমি মোস্তাফিজুরকে ডিভোর্স দিয়েছি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি মেয়রের বিচার চাই।
অভিযোগের ব্যাপারে আকবর হোসেন চৌধুরী বলেন, মনিকা আক্তারের সঙ্গে আমার কোনকালে সম্পর্ক ছিল না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে এলাকার সুনাম ধন্য ব্যক্তিদের টার্গেট করে অপপ্রচার করে বেড়াচ্ছে। আমি তাঁর বিরুদ্ধে মামলা করেছি। আমি মনিকাকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি।
নিজের নিরাপত্তা, সাবেক স্ত্রী ও স্ত্রীর প্রেমিক জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে রাঙামাটি সদর উপজেলার কৃষক লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান। আজ সোমবার সকালে রাঙামাটি শহরের বনরূপার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোস্তাফিজুর।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজ বলেন, ২০০৬ সালে প্রেম করে মনিকা আক্তারকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান থাকলেও পরে মোস্তাফিজুরকে ডিভোর্স দেন মনিকা। তাঁর অভিযোগ সাবেক স্ত্রী মনিকা বিভিন্ন জনের সঙ্গে অবৈধ মেলামেশা করে তাঁদের ব্ল্যাকমেল করে। এ কথা জানার পর বাধা দিলে আরও বেপরোয়া হয়ে উঠে মনিকা। একপর্যায়ে ২০২১ সালে ২৯ জুলাই ফারুক আহমেদের নেতৃত্বে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা করে। এখন সে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মোস্তাফিজুর। মনিকা আক্তার ও ফারুকের বিচারের দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি শহরের আমানতবাগে বাসিন্দা বিল্লাল হোসেন টিটু, সাহেব আলী ও শ্যামল চৌধুরী।
এর কিছুদিন আগে মনিকা ঢাকায় এক সংবাদ সম্মেলনে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।
এ প্রসঙ্গে মনিকা আক্তার বলেন, আমার বিরুদ্ধে সাবেক স্বামী যে অভিযোগ তুলেছে তা রহস্যজনক। সাব্বির বিরোধী দল করে বলে তাঁকে ফাঁসানো হচ্ছে। সাব্বির আমার বন্ধু মাত্র।
মোস্তাফিজুর অভিযোগ প্রসঙ্গে মনিকা আরও বলেন, তিনি আমার প্রেমিক মেয়র আকবর হোসেনের নাম আনেনি কেন? মেয়র আকবর হোসেনও আমার প্রেমিক। মেয়র আমার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছে। তাঁর কথায় আমি মোস্তাফিজুরকে ডিভোর্স দিয়েছি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি মেয়রের বিচার চাই।
অভিযোগের ব্যাপারে আকবর হোসেন চৌধুরী বলেন, মনিকা আক্তারের সঙ্গে আমার কোনকালে সম্পর্ক ছিল না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে এলাকার সুনাম ধন্য ব্যক্তিদের টার্গেট করে অপপ্রচার করে বেড়াচ্ছে। আমি তাঁর বিরুদ্ধে মামলা করেছি। আমি মনিকাকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি।
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।
৩ মিনিট আগেঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন। সোমবার আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানায় দায়ের করা একটি ডাকাতি ম
৭ মিনিট আগেদুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে।
১০ মিনিট আগেসৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় ইসলাম নামের বাংলাদেশি এক যুবক মারা গেছেন। গতকাল রোববার সৌদি আরবের সময় রাত ৯টার দিকে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
২১ মিনিট আগে