নোয়াখালী প্রতিনিধি
মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তিনটি গ্রামের মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েক শ নারী-পুরুষ।
আজ রোববার সকালে ভাঙনে ক্ষতিগ্রস্তদের আয়োজনে মেঘনাপাড়ের সন্দ্বীপ ঘাটে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বসতবিটা ও ফসলি জমি হারিয়েছে মোহম্মদপুর ইউনিয়নের চরমাকছুমুল, চর আলাউদ্দিন ও চরআকরাম উদ্দিন গ্রামের অন্তত ১০ হাজার পরিবার। ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, বাজার ও বিভিন্ন স্থাপনা। গত চার-পাঁচ মাসে এই ভাঙন বেড়েছে কয়েক গুণ। বর্তমানে ভাঙন ঝুঁকিতে রয়েছে তিনটি গ্রামের অন্তত পাঁচ হাজার পরিবার। আগামী বর্ষা মৌসুমে এই ভাঙনের তীব্রতা আরও কয়েক গুণ বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে সরকারিভাবে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বক্তারা আরও বলেন, মোহাম্মদপুর ইউনিয়নের এই তিন গ্রামের বেশির ভাগ লোক গত কয়েক বছরে মেঘনার ভাঙনের কবলে পড়ে একাধিকবার বসতভিটা হারিয়ে নতুন জায়গায় আশ্রয় নিয়েছেন। সেই বসতিগুলোও বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে তা মেঘনায় বিলীন হয়ে যেতে পারে। ইতিমধ্যে অনেকেই তাদের বসতঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। তাই এই মানুষগুলোর কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে স্থায়ী ব্লক নির্মাণের জন্য তাঁরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন চর মাকছুমুল ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাগর কামাল, মধ্যম সমাজের সেক্রেটারি শাহাব উদ্দিন, দক্ষিণ সমাজের সভাপতি কামাল উদ্দিন, ভূমিহীন নেতা হেলাল মাঝিসহ অনেকে।
মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তিনটি গ্রামের মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েক শ নারী-পুরুষ।
আজ রোববার সকালে ভাঙনে ক্ষতিগ্রস্তদের আয়োজনে মেঘনাপাড়ের সন্দ্বীপ ঘাটে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বসতবিটা ও ফসলি জমি হারিয়েছে মোহম্মদপুর ইউনিয়নের চরমাকছুমুল, চর আলাউদ্দিন ও চরআকরাম উদ্দিন গ্রামের অন্তত ১০ হাজার পরিবার। ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, বাজার ও বিভিন্ন স্থাপনা। গত চার-পাঁচ মাসে এই ভাঙন বেড়েছে কয়েক গুণ। বর্তমানে ভাঙন ঝুঁকিতে রয়েছে তিনটি গ্রামের অন্তত পাঁচ হাজার পরিবার। আগামী বর্ষা মৌসুমে এই ভাঙনের তীব্রতা আরও কয়েক গুণ বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে সরকারিভাবে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বক্তারা আরও বলেন, মোহাম্মদপুর ইউনিয়নের এই তিন গ্রামের বেশির ভাগ লোক গত কয়েক বছরে মেঘনার ভাঙনের কবলে পড়ে একাধিকবার বসতভিটা হারিয়ে নতুন জায়গায় আশ্রয় নিয়েছেন। সেই বসতিগুলোও বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে তা মেঘনায় বিলীন হয়ে যেতে পারে। ইতিমধ্যে অনেকেই তাদের বসতঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। তাই এই মানুষগুলোর কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে স্থায়ী ব্লক নির্মাণের জন্য তাঁরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন চর মাকছুমুল ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাগর কামাল, মধ্যম সমাজের সেক্রেটারি শাহাব উদ্দিন, দক্ষিণ সমাজের সভাপতি কামাল উদ্দিন, ভূমিহীন নেতা হেলাল মাঝিসহ অনেকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
১১ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১২ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
২০ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২৫ মিনিট আগে