লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মো. ইসমাইল হোসেন সুজন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় সুজন আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি পলাতক রয়েছেন। তবে খালাসপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ইসমাইল হোসেন সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ঘরোয়ার বাড়ির বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ধীতপুর গ্রামের রৌশন আক্তার লিপির সঙ্গে ইসমাইল হোসেন সুজনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর লিপি জানতে পারেন তাঁর স্বামী সুজন এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। পরকীয়ার প্রতিবাদ করায় সুজন তাঁকে বিভিন্ন সময় মারধর করতেন।
২০২০ সালের ২ মে সকালে সুজনের সঙ্গে লিপির ঝগড়া হয়। দুপুরে ঘর থেকে লিপির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লিপির মা আলেয়া বেগম ওই দিন বাদী হয়ে ইসমাইল হোসেন সুজন ও তাঁর কথিত প্রেমিকার নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে লিপিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
ময়নাতদন্তে লিপিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন আসে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে আসামি ইসমাইল হোসেন সুজন ও তাঁর প্রেমিকাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মো. ইসমাইল হোসেন সুজন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় সুজন আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি পলাতক রয়েছেন। তবে খালাসপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ইসমাইল হোসেন সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ঘরোয়ার বাড়ির বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ধীতপুর গ্রামের রৌশন আক্তার লিপির সঙ্গে ইসমাইল হোসেন সুজনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর লিপি জানতে পারেন তাঁর স্বামী সুজন এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। পরকীয়ার প্রতিবাদ করায় সুজন তাঁকে বিভিন্ন সময় মারধর করতেন।
২০২০ সালের ২ মে সকালে সুজনের সঙ্গে লিপির ঝগড়া হয়। দুপুরে ঘর থেকে লিপির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লিপির মা আলেয়া বেগম ওই দিন বাদী হয়ে ইসমাইল হোসেন সুজন ও তাঁর কথিত প্রেমিকার নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে লিপিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
ময়নাতদন্তে লিপিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন আসে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে আসামি ইসমাইল হোসেন সুজন ও তাঁর প্রেমিকাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
৩ মিনিট আগেঅনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
৩২ মিনিট আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
৩৩ মিনিট আগেযশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায়
১ ঘণ্টা আগে