দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গাড়িবহরে থাকা গাড়ির ধাক্কায় আইয়ুব আলী (৬০) নামের এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাঁর দুই পা ভেঙে গেছে এবং তিনি মাথায় আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে দাগনভূঞা থেকে সোনাগাজী যাওয়ার পথে ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
জানা গেছে, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে দাগনভূঞা বাজারে অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের চেম্বারে চা-চক্রে অংশ নেন। পরে নিজ বাড়ি সোনাগাজী উপজেলায় যাচ্ছিলেন তিনি।
আহত আইয়ুব আলী জানান, রাত ৮টার কিছু আগে তিনি তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে দাগনভূঞা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সংসদ সদস্যের গাড়ি তাঁর অটোরিকশাকে পার করে চলে যাওয়ার পর বহরের পেছনে থাকা একটি গাড়ি তাঁর রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। তাঁর রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা মঞ্জু জানান, সংসদ সদস্যের বহরের পেছনের গাড়িটি দ্রুতগতিতে চলছিল। যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরীর এপিএস শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে আসার অনেক পরে দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। দুর্ঘটনায় আহত ব্যক্তির সব চিকিৎসা ব্যয় আমাদের সংসদ সদস্য বহন করবেন।’
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক আইয়ুব আলীর দুটি পা ভেঙে গেছে এবং তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁর অবস্থার অবনতি দেখে আমরা ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।’
ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গাড়িবহরে থাকা গাড়ির ধাক্কায় আইয়ুব আলী (৬০) নামের এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাঁর দুই পা ভেঙে গেছে এবং তিনি মাথায় আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে দাগনভূঞা থেকে সোনাগাজী যাওয়ার পথে ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
জানা গেছে, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে দাগনভূঞা বাজারে অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের চেম্বারে চা-চক্রে অংশ নেন। পরে নিজ বাড়ি সোনাগাজী উপজেলায় যাচ্ছিলেন তিনি।
আহত আইয়ুব আলী জানান, রাত ৮টার কিছু আগে তিনি তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে দাগনভূঞা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সংসদ সদস্যের গাড়ি তাঁর অটোরিকশাকে পার করে চলে যাওয়ার পর বহরের পেছনে থাকা একটি গাড়ি তাঁর রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। তাঁর রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা মঞ্জু জানান, সংসদ সদস্যের বহরের পেছনের গাড়িটি দ্রুতগতিতে চলছিল। যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরীর এপিএস শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে আসার অনেক পরে দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। দুর্ঘটনায় আহত ব্যক্তির সব চিকিৎসা ব্যয় আমাদের সংসদ সদস্য বহন করবেন।’
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক আইয়ুব আলীর দুটি পা ভেঙে গেছে এবং তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁর অবস্থার অবনতি দেখে আমরা ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২৯ মিনিট আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩ ঘণ্টা আগে