প্রতিনিধি
লক্ষ্মীপুর: ইটভাটার দেয়াল ধসে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় রামগঞ্জের ভোলা কোর্ট এলাকার মদিনা ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন–ইটভাটার শ্রমিক দুই সহোদর বেলাল হোসেন ও ফারুক হোসেন এবং রাকিব হোসেন। ঘটনার পর ইটভাটার মালিক আমির হোসেনসহ অন্যরা পালিয়েছেন।
এ সময় আরও ১০ শ্রমিক আহত হয়েছেন। তাদের সদর হাসপাতাল ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হেলাল হোসেন ও আরমান হোসেনসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ ও শ্রমিকেরা জানান, বিকেলে প্রতিদিনের মতো ১৫ / ২০ জন শ্রমিক ইটভাটায় কাজ করছিলেন। হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে দুই ভাই বেলাল হোসেন ও ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ১১ জন শ্রমিক। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব হোসেন নামে আরও এক শ্রমিক। হাসপাতালে ভর্তি ১০ জনের মধ্যে হেলাল হোসেন, আরমান হোসেন, জাভেদ হোসেনসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন বলেন, ইটভাটার দেয়াল ধসে তিন শ্রমিক মারা যান। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর: ইটভাটার দেয়াল ধসে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় রামগঞ্জের ভোলা কোর্ট এলাকার মদিনা ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন–ইটভাটার শ্রমিক দুই সহোদর বেলাল হোসেন ও ফারুক হোসেন এবং রাকিব হোসেন। ঘটনার পর ইটভাটার মালিক আমির হোসেনসহ অন্যরা পালিয়েছেন।
এ সময় আরও ১০ শ্রমিক আহত হয়েছেন। তাদের সদর হাসপাতাল ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হেলাল হোসেন ও আরমান হোসেনসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ ও শ্রমিকেরা জানান, বিকেলে প্রতিদিনের মতো ১৫ / ২০ জন শ্রমিক ইটভাটায় কাজ করছিলেন। হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে দুই ভাই বেলাল হোসেন ও ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ১১ জন শ্রমিক। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব হোসেন নামে আরও এক শ্রমিক। হাসপাতালে ভর্তি ১০ জনের মধ্যে হেলাল হোসেন, আরমান হোসেন, জাভেদ হোসেনসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন বলেন, ইটভাটার দেয়াল ধসে তিন শ্রমিক মারা যান। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামে মো. নয়ন (২৪) নামের ধর্ষণ মামলার এক আসামি আদালতের হাজতখানায় ধারালো বস্তু দিয়ে হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতে মহানগর কোর্ট হাজতখানায় এই ঘটনা ঘটে। তবে গুরুতর কোনো আঘাত না পাওয়ায় ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে পাঠানো হয়।
২ মিনিট আগেকক্সবাজার চকরিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী আবু মিয়া (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
৩ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে গ্রামের বাড়ি পাবনা সদরের রাজাপুরে যাচ্ছিলেন ফরিদুল ইসলাম (৩৪)। রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রীর সঙ্গে তিনিও লাশ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
১৫ মিনিট আগে৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। আজ বুধবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি দখলমুক্ত করা হয়।
৩৮ মিনিট আগে