নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ধসে পড়া মাটি পাহাড়সংলগ্ন ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে এসে পড়ে। এ সময় সড়কে একটি চলন্ত মাইক্রোবাস আটকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটেনি। আজ শুক্রবার সকালে নগরীর লালখানবাজার-টাইগারপাস সড়কে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে মাটি সরিয়ে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে। এ ছাড়া হাঁটুপানিতে ডুবেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়িও।
আজ সকালে বৃষ্টিপাতে নগরীর বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়। এ সময় ভোগান্তিতে পড়ে জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। যাতায়াতে গুনতে হয়েছে তাদের অতিরিক্ত ভাড়া।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, নগরীতে সকাল ৮টা ৪৫ মিনিটে পাহাড় ধসের খবর পায় তারা। এরপর আগ্রাবাদ থেকে দুটি টিম সেখানে যায়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বাদ যায়নি চসিক মেয়রের বাড়িও। সকালে বাড়িটির সামনে প্রায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়। এতে মেয়রও একপ্রকার পানিবন্দী হয়ে পড়েছেন। তাঁর বাড়িতে পানি ওঠার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর বলেন, ‘বাংলাদেশের ওপর এখন মৌসুমি বায়ু সক্রিয়। এ কারণে বৃষ্টিপাত হচ্ছে। টানা আরও দুই থেকে তিন দিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ধসে পড়া মাটি পাহাড়সংলগ্ন ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে এসে পড়ে। এ সময় সড়কে একটি চলন্ত মাইক্রোবাস আটকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটেনি। আজ শুক্রবার সকালে নগরীর লালখানবাজার-টাইগারপাস সড়কে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে মাটি সরিয়ে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে। এ ছাড়া হাঁটুপানিতে ডুবেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়িও।
আজ সকালে বৃষ্টিপাতে নগরীর বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়। এ সময় ভোগান্তিতে পড়ে জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। যাতায়াতে গুনতে হয়েছে তাদের অতিরিক্ত ভাড়া।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, নগরীতে সকাল ৮টা ৪৫ মিনিটে পাহাড় ধসের খবর পায় তারা। এরপর আগ্রাবাদ থেকে দুটি টিম সেখানে যায়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বাদ যায়নি চসিক মেয়রের বাড়িও। সকালে বাড়িটির সামনে প্রায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়। এতে মেয়রও একপ্রকার পানিবন্দী হয়ে পড়েছেন। তাঁর বাড়িতে পানি ওঠার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর বলেন, ‘বাংলাদেশের ওপর এখন মৌসুমি বায়ু সক্রিয়। এ কারণে বৃষ্টিপাত হচ্ছে। টানা আরও দুই থেকে তিন দিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
৭ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১২ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৩৪ মিনিট আগে