হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’
নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’
৮০ বছরের বেশি বয়স আবদুর রশিদের। বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা জটিলতায় দিন পার করছেন তিনি। অভাবের সংসারে চিকিৎসার খরচ কিছুটা হলেও মেটাতে পারতেন সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া বয়স্ক ভাতার টাকা দিয়ে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের নম্বরে তিন মাস পরপর এই টাকা আসে। প্রতিবারের মতো এবারও..
১০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৪ মিনিট আগেগোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রাক চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা মাজার ভেঙে দিল এলাকাবাসী। গতকাল সোমবার রাতে রামচন্দ্রপুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে গড়ে তোলা বুরহান উদ্দিন (র.) নামের এ মাজার ভেঙে ফেলা হয়।
২২ মিনিট আগে