কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকে পড়া ২৩ রোহিঙ্গার মধ্যে ২২ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারের পর কারাগারে থাকা মো. সাদেক নামে এক আসামি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রিমান্ডের অনুমতি দেননি বিচারক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. নাছির উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির নায়েব সুবেদার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে দায়ের করা অস্ত্র মামলায় ২৩ জনকে গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে আদালতে আনা হয়েছিল। আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আজ সোমবার শুনানি শেষে ২২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নাছির উদ্দিন বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে অস্ত্রসহ গ্রেপ্তার এই ২৩ জনই রোহিঙ্গা। তাঁরা উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে তাদের মিয়ানমারে যাওয়ার কথা নয়। কিন্তু কি কারণে, কেন তারা মিয়ানমারে গেল এবং অস্ত্র কোথায় পেল- এসব বিষয় জানতেই জিজ্ঞাসাবাদ জরুরি।
গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমারের সংঘাতের মধ্যে পালিয়ে আসা বিজিপি সদস্যের পাশাপাশি অস্ত্রধারী এসব রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। পরে ৯ ফেব্রুয়ারি বিজিবি বাদী হয়ে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকে পড়া ২৩ রোহিঙ্গার মধ্যে ২২ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারের পর কারাগারে থাকা মো. সাদেক নামে এক আসামি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রিমান্ডের অনুমতি দেননি বিচারক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. নাছির উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির নায়েব সুবেদার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে দায়ের করা অস্ত্র মামলায় ২৩ জনকে গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে আদালতে আনা হয়েছিল। আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আজ সোমবার শুনানি শেষে ২২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নাছির উদ্দিন বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে অস্ত্রসহ গ্রেপ্তার এই ২৩ জনই রোহিঙ্গা। তাঁরা উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে তাদের মিয়ানমারে যাওয়ার কথা নয়। কিন্তু কি কারণে, কেন তারা মিয়ানমারে গেল এবং অস্ত্র কোথায় পেল- এসব বিষয় জানতেই জিজ্ঞাসাবাদ জরুরি।
গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমারের সংঘাতের মধ্যে পালিয়ে আসা বিজিপি সদস্যের পাশাপাশি অস্ত্রধারী এসব রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। পরে ৯ ফেব্রুয়ারি বিজিবি বাদী হয়ে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
৬ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১১ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৩৩ মিনিট আগে