প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবরেজিস্ট্রারের অপসারণের দাবিতে রোববার থেকে কলম বিরতির ঘোষণা দিয়েছে দলিল লেখক সমিতি। আজ শনিবার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ কামাল। তিনি বলেন, ‘সাবরেজিস্ট্রার রায়হান হাবিব সীতাকুণ্ডে আসার পর থেকে দলিল লেখকদের সঙ্গে মতানৈক্যের সূত্রপাত হয়। তিনি পাওয়ার অব অ্যাটর্নিমূলে (পণ মূল্য ব্যতীত) কবলার সম্পত্তি ভেঙে বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি দলিলের মূল্যের ওপর অতিরিক্ত ৭% পে-অর্ডার সংযুক্ত করেন।
দেশের কোথাও এ ধরনের নিয়ম চালু না থাকলেও ঘুষ বাণিজ্য চালাতে মনগড়া এ নিয়ম চালু করেন তিনি। যা নিয়ে দলিল লেখকদের সঙ্গে একাধিকবার তার মতৈক্যের সূত্রপাত হয়।’
সাইফুল্লাহ কামাল বলেন, ‘সর্বশেষ গত ৭ অক্টোবর ওয়ারিশ সূত্রে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে সাবরেজিস্ট্রারের কাছে হেনস্তার শিকার হন দলিল লেখক হারুন অর রশিদ। এ সময় তার কাছে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকাও দাবি করা হয়। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করলে অফিস কর্মকর্তা টিসি মোহরার শহীদুল্লাহ তার লাইসেন্স বাতিলের হুমকি দেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে সাবরেজিস্ট্রার দলিল লেখক হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তিনি কারণ দর্শানোর জবাব প্রদান করলেও কমেনি তার ওপর সাবরেজিস্ট্রারের অসন্তোষ।’ তিনি অবিলম্বে এ সাবরেজিস্ট্রারকে অপসারণ না করা হলে রোববার থেকে কলম বিরতি পালনের ঘোষণা দেন।
এ সময় দলিল লেখক সমিতির সভাপতি মো. রফিক উদ্দিন আহমেদ, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, দলিল লেখক বেলাল আহমেদ, ফারুক হোসেন, সাখাওয়াত হোসেন সাহেদ, মোস্তাফিজুল হাকিম, জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন, সাহাব উদ্দিন মো. সুজন, নিপুন কুমার সেন প্রমুখ।
এদিকে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সাব রেজিস্ট্রার রায়হান হাবিব। তিনি আজকের পত্রিকাকে জানান, সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বর্তমান গেজেট অনুসারে পাওয়ার অব অ্যাটর্নিমূলে কেনা জায়গা ব্যবসার মানসে ভেঙে বিক্রি করলে সরকারি রেজিস্ট্রি মূল্যের বাইরে অতিরিক্ত ৭% উৎস কর এ অর্ডার করার নির্দেশনা দেওয়া হয়েছে। যা দলিল লেখকেরা মানতে রাজি নন। তারা গেজেটের বাইরে অনৈতিক পন্থায় দলিল রেজিস্ট্রি করতে তাকে চাপাচাপি করেন।
তিনি তাতে সম্মত না হওয়ায় দলিল লেখকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। সম্প্রতি দলিল লেখক হারুনুর রশিদ অনৈতিক পন্থা অবলম্বন করে এমন একটি দলিল রেজিস্ট্রির চেষ্টা করেন। তার দাবি মতে দলিলটি রেজিস্ট্রি করে না দেওয়া সে বহিরাগত কিছু লোক এনে আমার ওপর অতর্কিত হামলার চেষ্টা চালায় এবং আমাকে এখান থেকে অন্যত্র বদলি করে দেওয়ারও হুমকি দেয়।
তিনি আরও জানান, দলিল লেখক হারুন যে দলিলটি নিয়ে এসেছিল তা তার মুসাবিদাকৃত নয়। সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তির মধ্যস্থতায় তার কাছে নিয়ে আসা দলিলটি আইনজীবীর মুসাবিদাকৃত ছিল। নিবন্ধন আইনের আলোকে দলিলটি পুনরায় উপস্থাপন করতে বললে তিনি বহিরাগত লোক নিয়ে আমার ওপর ক্ষিপ্ত হয়।
তিনি ঘটনাটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি অশালীন আচরণ করা দলিল লেখককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তার কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠিয়েছেন বলে জানান এ কর্মকর্তা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবরেজিস্ট্রারের অপসারণের দাবিতে রোববার থেকে কলম বিরতির ঘোষণা দিয়েছে দলিল লেখক সমিতি। আজ শনিবার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ কামাল। তিনি বলেন, ‘সাবরেজিস্ট্রার রায়হান হাবিব সীতাকুণ্ডে আসার পর থেকে দলিল লেখকদের সঙ্গে মতানৈক্যের সূত্রপাত হয়। তিনি পাওয়ার অব অ্যাটর্নিমূলে (পণ মূল্য ব্যতীত) কবলার সম্পত্তি ভেঙে বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি দলিলের মূল্যের ওপর অতিরিক্ত ৭% পে-অর্ডার সংযুক্ত করেন।
দেশের কোথাও এ ধরনের নিয়ম চালু না থাকলেও ঘুষ বাণিজ্য চালাতে মনগড়া এ নিয়ম চালু করেন তিনি। যা নিয়ে দলিল লেখকদের সঙ্গে একাধিকবার তার মতৈক্যের সূত্রপাত হয়।’
সাইফুল্লাহ কামাল বলেন, ‘সর্বশেষ গত ৭ অক্টোবর ওয়ারিশ সূত্রে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে সাবরেজিস্ট্রারের কাছে হেনস্তার শিকার হন দলিল লেখক হারুন অর রশিদ। এ সময় তার কাছে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকাও দাবি করা হয়। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করলে অফিস কর্মকর্তা টিসি মোহরার শহীদুল্লাহ তার লাইসেন্স বাতিলের হুমকি দেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে সাবরেজিস্ট্রার দলিল লেখক হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তিনি কারণ দর্শানোর জবাব প্রদান করলেও কমেনি তার ওপর সাবরেজিস্ট্রারের অসন্তোষ।’ তিনি অবিলম্বে এ সাবরেজিস্ট্রারকে অপসারণ না করা হলে রোববার থেকে কলম বিরতি পালনের ঘোষণা দেন।
এ সময় দলিল লেখক সমিতির সভাপতি মো. রফিক উদ্দিন আহমেদ, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, দলিল লেখক বেলাল আহমেদ, ফারুক হোসেন, সাখাওয়াত হোসেন সাহেদ, মোস্তাফিজুল হাকিম, জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন, সাহাব উদ্দিন মো. সুজন, নিপুন কুমার সেন প্রমুখ।
এদিকে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সাব রেজিস্ট্রার রায়হান হাবিব। তিনি আজকের পত্রিকাকে জানান, সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বর্তমান গেজেট অনুসারে পাওয়ার অব অ্যাটর্নিমূলে কেনা জায়গা ব্যবসার মানসে ভেঙে বিক্রি করলে সরকারি রেজিস্ট্রি মূল্যের বাইরে অতিরিক্ত ৭% উৎস কর এ অর্ডার করার নির্দেশনা দেওয়া হয়েছে। যা দলিল লেখকেরা মানতে রাজি নন। তারা গেজেটের বাইরে অনৈতিক পন্থায় দলিল রেজিস্ট্রি করতে তাকে চাপাচাপি করেন।
তিনি তাতে সম্মত না হওয়ায় দলিল লেখকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। সম্প্রতি দলিল লেখক হারুনুর রশিদ অনৈতিক পন্থা অবলম্বন করে এমন একটি দলিল রেজিস্ট্রির চেষ্টা করেন। তার দাবি মতে দলিলটি রেজিস্ট্রি করে না দেওয়া সে বহিরাগত কিছু লোক এনে আমার ওপর অতর্কিত হামলার চেষ্টা চালায় এবং আমাকে এখান থেকে অন্যত্র বদলি করে দেওয়ারও হুমকি দেয়।
তিনি আরও জানান, দলিল লেখক হারুন যে দলিলটি নিয়ে এসেছিল তা তার মুসাবিদাকৃত নয়। সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তির মধ্যস্থতায় তার কাছে নিয়ে আসা দলিলটি আইনজীবীর মুসাবিদাকৃত ছিল। নিবন্ধন আইনের আলোকে দলিলটি পুনরায় উপস্থাপন করতে বললে তিনি বহিরাগত লোক নিয়ে আমার ওপর ক্ষিপ্ত হয়।
তিনি ঘটনাটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি অশালীন আচরণ করা দলিল লেখককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তার কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠিয়েছেন বলে জানান এ কর্মকর্তা।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে