টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
শিবিরে মানবপাচারের অপতৎপরতা শুরু করছে রোহিঙ্গা দালালেরা। প্রতিবছর শীত মৌসুম এলে সাগর শান্ত থাকার সুবাদে এমন প্রক্রিয়া শুরু করে দালালেরা। এরই পরিপ্রেক্ষিতে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল রোববার রাতে উনছিপ্রাং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা শিবিরের আশ্রিত রোহিঙ্গা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা ও একই ক্যাম্পের বি/ ২ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম।
১৬ এপবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর এসব তথ্য নিশ্চিত করেন।
মো. হাসান বারী বলেন, রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবিরের ব্লকে মালয়েশিয়া পাচারের জন্য কাজ করছে কিছু রোহিঙ্গা দালাল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন মানব পাচারকারীকে আটক করেছেন ১৬ এপিবিএন সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মো. হাসান বারী নুর আরও বলেন, মানব পাচারকারী চক্রের মাধ্যমে যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে ও কোথাও পাচার না হয়, সে ব্যাপারে তৎপর রয়েছে এপিবিএন পুলিশ।
শিবিরে মানবপাচারের অপতৎপরতা শুরু করছে রোহিঙ্গা দালালেরা। প্রতিবছর শীত মৌসুম এলে সাগর শান্ত থাকার সুবাদে এমন প্রক্রিয়া শুরু করে দালালেরা। এরই পরিপ্রেক্ষিতে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল রোববার রাতে উনছিপ্রাং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা শিবিরের আশ্রিত রোহিঙ্গা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা ও একই ক্যাম্পের বি/ ২ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম।
১৬ এপবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর এসব তথ্য নিশ্চিত করেন।
মো. হাসান বারী বলেন, রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবিরের ব্লকে মালয়েশিয়া পাচারের জন্য কাজ করছে কিছু রোহিঙ্গা দালাল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন মানব পাচারকারীকে আটক করেছেন ১৬ এপিবিএন সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মো. হাসান বারী নুর আরও বলেন, মানব পাচারকারী চক্রের মাধ্যমে যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে ও কোথাও পাচার না হয়, সে ব্যাপারে তৎপর রয়েছে এপিবিএন পুলিশ।
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৭ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৮ মিনিট আগে