সমালোচনার মুখে কক্সবাজার সদরের ওসি প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৭: ৪৪
ফয়জুল আজিম নোমান। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে এক মাস ২৮ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সদর থানার ওসিকে প্রত্যাহারের প্রজ্ঞাপন এসেছে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

ডিআইজি মো. আহসান হাবিব পলাশ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি ফয়জুল আজিম নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ফয়জুল আজিম নোমান কক্সবাজার সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে ঘুষ ও মামলা বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

ছাত্র সমন্বয়ক আম্মারের শাস্তি চায় রাবির কর্মকর্তা-কর্মচারীদের ৪ সংগঠন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত