ফেনীতে অটোচালক মঞ্জুর হত্যা: স্ত্রীসহ ২ জনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১৭: ০৬

ফেনীতে অটোচালক মঞ্জুর আলম হত্যা মামলায় স্ত্রীসহ দুজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার নগরীর আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর থানার কেরানিয়া গ্রামের মো. আইউব খান (৩০) ও নিহতের দ্বিতীয় স্ত্রী সাফিয়া আক্তার মনি (২৬)। 

র‍্যাব জানায়, নিহত মঞ্জুর আলম পেশায় ছিলেন অটোরিকশাচালক। তিনি বছর দেড়েক আগে সাফিয়া আক্তার মনিকে বিয়ে করেন। এটি ছিল তাঁর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর পারিবারিক কলহের জেরে তালাক দেন মনিকে। 

গত ১০ জুন মঞ্জুরের খোঁজ পাচ্ছিল না তাঁর পরিবার। পরবর্তী সময়ে পুলিশ একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করলে প্রথম স্ত্রী সেটি তাঁর স্বামী মঞ্জুরের বলে শনাক্ত করেন। এ ঘটনায় ১২ জুন তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন প্রথম স্ত্রী। 

এ বিষয়ে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম বলেন, ‘ভিকটিম মঞ্জুরের দ্বিতীয় স্ত্রী মনি তাঁর আরেক স্বামী আইউব খানকে নিয়ে মঞ্জুরকে হত্যা করেন। তাঁরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মঞ্জুরের শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং মুখমণ্ডল থেঁতলে দাঁত উপড়ে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। 

পরে মরদেহ অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যান।’ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত