কক্সবাজার প্রতিনিধি
ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত কক্সবাজারের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিশ্বস্ত সহযোগী ও এক ডজন মামলার আসামি টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে (৬৭) গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার বাসাবোর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান গতকাল শুক্রবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে জাফর আহমেদের নাম রয়েছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে জাফরের দুই ছেলের নামও আছে।
তিনি জানান, ৫ আগস্ট রাতে টেকনাফ পৌর শহরে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়।
মো. কামরুজ্জামান বলেন, ২০২২ সালের ডিসেম্বরে ১২৭৫ জন মাদক কারবারিকে তালিকাভুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে জাফর আহমেদকে ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণের মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়। ২০১৯ সালে আত্মসমর্পণ করা ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী জেল থেকে ছাড়া পেয়ে জাফরের নেতৃত্বে ও তত্ত্বাবধানে ইয়াবা ব্যবসা অব্যাহত রেখেছে।
গ্রেপ্তারকৃত জাফর আহমেমেদ বিরুদ্ধে মাদক, অস্ত্র, দুদকের মামলাসহ এক ডজন মামলা। কয়েকটি মামলায় তিনি জামিনে থাকলেও অধিকাংশ মামলা বিচারাধীন। ২০২১ সালের ২১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছিলেন।
গ্রেপ্তার জাফর আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীনে রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত কক্সবাজারের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিশ্বস্ত সহযোগী ও এক ডজন মামলার আসামি টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে (৬৭) গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার বাসাবোর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান গতকাল শুক্রবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে জাফর আহমেদের নাম রয়েছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে জাফরের দুই ছেলের নামও আছে।
তিনি জানান, ৫ আগস্ট রাতে টেকনাফ পৌর শহরে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়।
মো. কামরুজ্জামান বলেন, ২০২২ সালের ডিসেম্বরে ১২৭৫ জন মাদক কারবারিকে তালিকাভুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে জাফর আহমেদকে ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণের মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়। ২০১৯ সালে আত্মসমর্পণ করা ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী জেল থেকে ছাড়া পেয়ে জাফরের নেতৃত্বে ও তত্ত্বাবধানে ইয়াবা ব্যবসা অব্যাহত রেখেছে।
গ্রেপ্তারকৃত জাফর আহমেমেদ বিরুদ্ধে মাদক, অস্ত্র, দুদকের মামলাসহ এক ডজন মামলা। কয়েকটি মামলায় তিনি জামিনে থাকলেও অধিকাংশ মামলা বিচারাধীন। ২০২১ সালের ২১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছিলেন।
গ্রেপ্তার জাফর আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীনে রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
৩৫ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে