নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাজনীতিতে নুরুল হক নুর ও হিরো আলমের ‘উত্থানের’ নেপথ্যে বিএনপির ‘হাত’ আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘হিরো আলম বা নুরের মতো তথাকথিত নেতার উত্থান, তথাকথিতই বলব। এদের নেপথ্যে থেকে কারা সহযোগিতা করছে? বিএনপি এটা করছে।’
আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু হলে’ নগর আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় নাছির এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ঘিরে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হিরো আলম ও নুরের প্রসঙ্গে নাছির বলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে বলব, এটা অত্যন্ত দুঃখজনক ও আমাদের জন্য লজ্জাজনক। সবার প্রতি সম্মান রেখেই বলছি, ঢাকা-১৭ আসনে গুলশান-বনানীর মতো এলাকায় হিরো আলমের প্রার্থী হওয়া কি স্বাভাবিক?’
জাতীয় নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর প্রসঙ্গে নাছির বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এসেছেন সামগ্রিক অবস্থা দেখতে। যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাঁরা এখনো দেননি। বিদেশি প্রতিনিধিরা হয়তো তাঁদের প্রতিক্রিয়া দেবেন। তবে একটা কথা বলতে চাই, আমরা একটা স্বাধীন দেশ। এখন আমরা অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে আছি। সেই লক্ষ্যও অর্জিত হবে।’
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন বানচালের আশঙ্কা আছে জানিয়ে নাছির বলেন, ‘একটি দল নির্বাচন থেকে সরে এসেছে। তাই তারা শুধু ষড়যন্ত্রেও লিপ্ত। তাদের বলব নির্বাচন বানচালের কোনো ইচ্ছে থাকলে সেখান থেকে সরে আসবেন।’
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আজ ঢাকায় দুটি সমাবেশ। যতটুকু জানি তারা এক দফার সমাবেশ করবেন। আর আরেকটি শান্তি সমাবেশ। নির্বাচন ঘিরে কোনো সহিংস পরিস্থিতি আমরা আন্তরিকভাবে চাই না। ৩৭টি দলকে অনুরোধ করব, রাজনীতিকে রাজনীতিতেই রাখবেন। কোনো সহিংসতাকে যেন উসকে দেওয়া না হয়।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। এ ছাড়া উপস্থিত ছিলেন নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ অনেকে।
রাজনীতিতে নুরুল হক নুর ও হিরো আলমের ‘উত্থানের’ নেপথ্যে বিএনপির ‘হাত’ আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘হিরো আলম বা নুরের মতো তথাকথিত নেতার উত্থান, তথাকথিতই বলব। এদের নেপথ্যে থেকে কারা সহযোগিতা করছে? বিএনপি এটা করছে।’
আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু হলে’ নগর আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় নাছির এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ঘিরে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হিরো আলম ও নুরের প্রসঙ্গে নাছির বলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে বলব, এটা অত্যন্ত দুঃখজনক ও আমাদের জন্য লজ্জাজনক। সবার প্রতি সম্মান রেখেই বলছি, ঢাকা-১৭ আসনে গুলশান-বনানীর মতো এলাকায় হিরো আলমের প্রার্থী হওয়া কি স্বাভাবিক?’
জাতীয় নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর প্রসঙ্গে নাছির বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এসেছেন সামগ্রিক অবস্থা দেখতে। যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাঁরা এখনো দেননি। বিদেশি প্রতিনিধিরা হয়তো তাঁদের প্রতিক্রিয়া দেবেন। তবে একটা কথা বলতে চাই, আমরা একটা স্বাধীন দেশ। এখন আমরা অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে আছি। সেই লক্ষ্যও অর্জিত হবে।’
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন বানচালের আশঙ্কা আছে জানিয়ে নাছির বলেন, ‘একটি দল নির্বাচন থেকে সরে এসেছে। তাই তারা শুধু ষড়যন্ত্রেও লিপ্ত। তাদের বলব নির্বাচন বানচালের কোনো ইচ্ছে থাকলে সেখান থেকে সরে আসবেন।’
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আজ ঢাকায় দুটি সমাবেশ। যতটুকু জানি তারা এক দফার সমাবেশ করবেন। আর আরেকটি শান্তি সমাবেশ। নির্বাচন ঘিরে কোনো সহিংস পরিস্থিতি আমরা আন্তরিকভাবে চাই না। ৩৭টি দলকে অনুরোধ করব, রাজনীতিকে রাজনীতিতেই রাখবেন। কোনো সহিংসতাকে যেন উসকে দেওয়া না হয়।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। এ ছাড়া উপস্থিত ছিলেন নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ অনেকে।
শেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৪ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৫ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৪৩ মিনিট আগে