চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১৫ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১৯ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে