সাবেক এমপি বদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ০০

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে নিরাপত্তার কারণে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁকে কড়া পুলিশি পাহারায় চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন। তিনি বলেন, চট্টগ্রাম আদালতেও দুদকের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। 

গত ২১ আগস্ট চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে টেকনাফের একটি হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। 

পরদিন তাঁকে কক্সবাজার আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। 
গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে বদিসহ ২০ জনকে আসামি করে ওই মামলা করেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানে বদি, তাঁর চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে। 

টেকনাফ-উখিয়া আসনে আবদুর রহমান বদির পরিবর্তে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর স্ত্রী শাহীন আক্তার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত