নোয়াখালী প্রতিনিধি
‘আমার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন’ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে এমন তথ্য দেওয়ার পর তা মিথ্যা প্রমাণিত হওয়ায় নোয়াখালীর সদরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আনোয়ার হোসেন (৩৫)। এর আগেও একাধিক বার তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানায় পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন জেলার সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে নোয়াখালী সুধারাম মডেল থানায় তথ্য দেওয়া হয় দক্ষিণ শুল্লকিয়া গ্রামের এক গৃহবধূ (২৮) ধর্ষণের শিকার হয়েছেন। কল দিয়ে পুলিশি সহযোগিতা চান স্বামী আনোয়ার। এমন সংবাদের ভিত্তিতে রাতে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি প্রাথমিক তদন্ত করে মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ। মজা করতে গিয়ে ৯৯৯ এ কল দিয়ে এমন তথ্য দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আনোয়ার হোসেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত আনোয়ার ৯৯৯ এ কল দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারি কাজের অসহযোগিতা ও পুলিশকে হয়রানি করেছে। এর আগেও আনোয়ার এ রকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
‘আমার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন’ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে এমন তথ্য দেওয়ার পর তা মিথ্যা প্রমাণিত হওয়ায় নোয়াখালীর সদরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আনোয়ার হোসেন (৩৫)। এর আগেও একাধিক বার তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানায় পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন জেলার সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে নোয়াখালী সুধারাম মডেল থানায় তথ্য দেওয়া হয় দক্ষিণ শুল্লকিয়া গ্রামের এক গৃহবধূ (২৮) ধর্ষণের শিকার হয়েছেন। কল দিয়ে পুলিশি সহযোগিতা চান স্বামী আনোয়ার। এমন সংবাদের ভিত্তিতে রাতে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি প্রাথমিক তদন্ত করে মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ। মজা করতে গিয়ে ৯৯৯ এ কল দিয়ে এমন তথ্য দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আনোয়ার হোসেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত আনোয়ার ৯৯৯ এ কল দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারি কাজের অসহযোগিতা ও পুলিশকে হয়রানি করেছে। এর আগেও আনোয়ার এ রকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৯ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১০ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৮ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২৩ মিনিট আগে