নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, ৭ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১১: ২৭

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে লক্ষ্মীপুরে রায়পুরে সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি ইঞ্জিনচালিত নৌকা ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার গভীর রাতে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। 

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রায়পুর উপজেলার চরঘাসিয়া এলাকার আবদুর রবের ছেলে হারুন ব্যাপারী (১৯), এনায়েত উল্যাহর ছেলে সোহাগ হোসেন (২২), মোস্তফা দেওয়ানের ছেলে জসিম উদ্দিন (২১), বিল্লাল হোসেনের ছেলে খোরশেদ আলম (২০), চরইন্দুরিয়া এলাকার কাদির চকিদারের ছেলে আনোয়ার হোসেন (২৩), উত্তর চরবংশীর স্বপন হাওলাদারের ছেলে আমির হোসেন (২৪) ও কামাল গাজীর ছেলে বোরহান উদ্দিন (৩০)। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক। তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এই নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকার করায় আনুমানিক ১ লাখ মিটার কারেন্ট জাল ও সাতটি নৌকা জব্দ করা হয়েছে। আটক সাত জেলেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়। 

শনিবার মাঝ রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকার চান্দার খাল এলাকার মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় জেলেকে ১৫ দিন ও একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। অভিযান পরিচালনার সময় মৎস্য কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খাঁন বলেন, মা ইলিশ রক্ষায় ও জাটকা সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ১৮ অক্টোবর পর্যন্ত ৬০টি মোবাইল কোর্টের মাধ্যমে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল,৮টি ইঞ্জিন চালিত নৌকা, প্রায় ৫০ কেজি ইলিশ ও ১৫ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত