নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিএনপি-জামায়াত পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম-১০ উপনির্বাচনে প্রার্থীর প্রধান কার্যালয়, দোকানদার ও নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করেছে। তাদের সব ধরনের অপচেষ্টা মোকাবিলা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত।’
আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির বলেন, ‘আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। মামলাটি আমরা দলীয়ভাবে মোকাবিলা করব।’ আমাদের নাম ভাঙিয়ে কোনো কাজ করা হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
বিএনপিকে ইঙ্গিত করে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘গণতন্ত্র সুরক্ষায় সংবিধান সম্মত নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখের বিষয় এই সংবিধান সম্মত নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।’
মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘তাঁরা নির্বাচনে আসুক বা না আসুক কিন্তু নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে না। ইতিমধ্যে ওই অশুভ শক্তিটি আমার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে। এটা একটি অশুভ ইঙ্গিত। শুধু তাই নয়, ইতিমধ্যেই তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের ওপর হামলা, হত্যাসহ নানা ধরনের নির্যাতন ও আক্রমণ শুরু করেছে। এসব ঘটনা একটি অশনিসংকেত।’
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নঈম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিএনপি-জামায়াত পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম-১০ উপনির্বাচনে প্রার্থীর প্রধান কার্যালয়, দোকানদার ও নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করেছে। তাদের সব ধরনের অপচেষ্টা মোকাবিলা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত।’
আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির বলেন, ‘আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। মামলাটি আমরা দলীয়ভাবে মোকাবিলা করব।’ আমাদের নাম ভাঙিয়ে কোনো কাজ করা হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
বিএনপিকে ইঙ্গিত করে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘গণতন্ত্র সুরক্ষায় সংবিধান সম্মত নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখের বিষয় এই সংবিধান সম্মত নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।’
মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘তাঁরা নির্বাচনে আসুক বা না আসুক কিন্তু নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে না। ইতিমধ্যে ওই অশুভ শক্তিটি আমার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে। এটা একটি অশুভ ইঙ্গিত। শুধু তাই নয়, ইতিমধ্যেই তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের ওপর হামলা, হত্যাসহ নানা ধরনের নির্যাতন ও আক্রমণ শুরু করেছে। এসব ঘটনা একটি অশনিসংকেত।’
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নঈম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেনীতে জুতার ভেতরে লুকিয়ে রাখা দশটি স্বর্ণের বারসহ দ্বীজেন ধর (৩৯) নামে এক বাস যাত্রীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই স্বর্ণের ওজন ১ হাজার ১৬৬ গ্রাম, যার আনুমানিক মূল্য এক কোটি
৭ মিনিট আগেনওগাঁয় শীতের প্রভাবে মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে কয়েক দিন ধরে দেরিতে সূর্যের দেখা মেলছে। আজ রোববার উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
১২ মিনিট আগেশিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয় প্রাথমিক শিক্ষা উল্লেখ করে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, জাতি সবচেয়ে ধনী হচ্ছে জনশক্তিতে। এ আপন সম্পদ কীভাবে জনসম্পদে পরিণত করা যায়, সে বিষয়ে সত্যিকার অর্থেই কোনো দিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদি নেওয়া হতো, তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষা এ অবস্থায় থাকত না।
২৩ মিনিট আগেঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী প্রায় সাড়ে তিন মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন। আজ রোববার সকালে প্যানেল চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সচিব দবিরুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
২৫ মিনিট আগে