চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক পদে হঠাৎ রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীকে বদলি করে সেই পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে একই দপ্তরের উপ হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলামকে (ভারপ্রাপ্ত) পদায়ন করা হয়েছে।
এ দিকে এই পদে আমিরুল ইসলামের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর হিসাব বা বাণিজ্য সংক্রান্ত কোনো ডিগ্রি নেই। তিনি বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় পদের কর্মকর্তাকে হঠাৎ বদলির আদেশে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপেক্ষা করে অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাকে হিসাব নিয়ামক পদে নিয়োগ দেওয়ায় কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে ফরিদুল আলমকে বদলির কারণ হিসেবে দাপ্তরিক কাজের স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। তাঁকে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক প্রয়োজনে হিসাব নিয়ামক পদে রদবদল করা হয়েছে।
জ্যেষ্ঠতার লঙ্ঘন ও বাণিজ্যের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টা গুরুত্বপূর্ণ না। তিনি দক্ষ ও যোগ্য। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। প্রশাসন কাজের স্বার্থে যেটা ভালো মনে করে সেটা করবে।’
এদিকে বাণিজ্য শিক্ষা বা হিসাব নিয়ামকের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন নবনিযুক্ত হিসাব নিয়ামক আমিরুল ইসলাম। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়টি আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা জরুরি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক পদে হঠাৎ রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীকে বদলি করে সেই পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে একই দপ্তরের উপ হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলামকে (ভারপ্রাপ্ত) পদায়ন করা হয়েছে।
এ দিকে এই পদে আমিরুল ইসলামের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর হিসাব বা বাণিজ্য সংক্রান্ত কোনো ডিগ্রি নেই। তিনি বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় পদের কর্মকর্তাকে হঠাৎ বদলির আদেশে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপেক্ষা করে অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাকে হিসাব নিয়ামক পদে নিয়োগ দেওয়ায় কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে ফরিদুল আলমকে বদলির কারণ হিসেবে দাপ্তরিক কাজের স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। তাঁকে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক প্রয়োজনে হিসাব নিয়ামক পদে রদবদল করা হয়েছে।
জ্যেষ্ঠতার লঙ্ঘন ও বাণিজ্যের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টা গুরুত্বপূর্ণ না। তিনি দক্ষ ও যোগ্য। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। প্রশাসন কাজের স্বার্থে যেটা ভালো মনে করে সেটা করবে।’
এদিকে বাণিজ্য শিক্ষা বা হিসাব নিয়ামকের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন নবনিযুক্ত হিসাব নিয়ামক আমিরুল ইসলাম। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়টি আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা জরুরি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ ঘণ্টা আগে