নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান আজ রবিবার এ আবেদন মঞ্জুর করেন।
যে দুইজনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন তাঁরা হলেন, ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের শামছুল আলমের ছেলে মো. আনোয়ার হোসেন (২৮) ও রাঙ্গুনীয়া উপজেলার দক্ষিণ রাজানগর গলচিপা এলাকার জনৈক আব্দুন নবীর ছেলে মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭) । তাঁরা মিতু হত্যার অভিযোগে পাঁচ বছর আগে স্বামী বাবুল আক্তারের দায়ের করা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। গতকাল দুইজনকে মিতুর বাবা মোশারফ হোসেনের ১২ মে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মামলা দায়েরের পর আরেক আসামি মো. সাইদুল ইসলাম সিকদার (৪৫) ওরফে সাকুকে একই মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
একই মামলায় এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগের মামলার আসামি ওয়াসিম ও আনোয়ারকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭ টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মটরসাইকেলযোগে তাঁরা পালিয়ে যায়। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় অবস্থান করছিলেন। তার আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি চট্টগ্রামের মহানগর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বুধবার ফাইনাল রিপোর্ট দেয়া হয়। একইদিন মিতুর বাবা মোশারফ বাদি হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রাম: পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান আজ রবিবার এ আবেদন মঞ্জুর করেন।
যে দুইজনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন তাঁরা হলেন, ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের শামছুল আলমের ছেলে মো. আনোয়ার হোসেন (২৮) ও রাঙ্গুনীয়া উপজেলার দক্ষিণ রাজানগর গলচিপা এলাকার জনৈক আব্দুন নবীর ছেলে মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭) । তাঁরা মিতু হত্যার অভিযোগে পাঁচ বছর আগে স্বামী বাবুল আক্তারের দায়ের করা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। গতকাল দুইজনকে মিতুর বাবা মোশারফ হোসেনের ১২ মে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মামলা দায়েরের পর আরেক আসামি মো. সাইদুল ইসলাম সিকদার (৪৫) ওরফে সাকুকে একই মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
একই মামলায় এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগের মামলার আসামি ওয়াসিম ও আনোয়ারকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭ টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মটরসাইকেলযোগে তাঁরা পালিয়ে যায়। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় অবস্থান করছিলেন। তার আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি চট্টগ্রামের মহানগর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বুধবার ফাইনাল রিপোর্ট দেয়া হয়। একইদিন মিতুর বাবা মোশারফ বাদি হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগে