সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাদ্রাসায়, ১১ শিক্ষার্থী আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক মহাসড়কের পাশে একটি মাদ্রাসায় ঢুকে ১১ শিক্ষার্থী আহত হয়েছে। 

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাম্মাদিয়া নূরানী মাদ্রাসায় ট্রাক ঢুকে এ দুর্ঘটনা ঘটে। 

এতে মাদ্রাসায় থাকা ১১ শিক্ষার্থী ও ট্রাকের হেলপার গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

দুর্ঘটনায় আহতরা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী মো. মেহেদি হাসান (১২), মো. নাহিন (১২), মো. আবদুল্লাহ (৮), মো. আল আমিন (১০), মাজেদ আলম (১২), মো. নাঈম (১১), ওমর ফারুক (১১), মো. নাজিম (১৩), সাইফুল হোসেন (১২), জাহিদুল ইসলাম (১১), মো. ওয়ালিদ (১২) ও ট্রাক হেল্পার মো. জাহিদুল করিম (১৭)। 

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রামমুখী ট্রাক মহাসড়কের ছোট কুমিরা এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা হাম্মাদিয়া নূরানী মাদ্রাসার হেফজখানা ও এতিমখানায় ঢুকে পড়ে। 

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাদ্রাসায়এতে শ্রেণিকক্ষের বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি মাদ্রাসার ভেতরে থাকা ১১ শিক্ষার্থী গুরুতর আহত হয়। দুর্ঘটনা-পরবর্তী আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ১১ মাদ্রাসা শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনার পর প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে নাহিন, মেহেদি হাসান, আবদুল্লাহ ও আল আমিনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ 

হাম্মাদিয়া নূরানী মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হাফেজ আব্দুর রহমান বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক ট্রাকটি দেয়াল ভেঙে মাদ্রাসায় ঢুকে পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা ১১ খুদে শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৭ জন খুদে শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দিলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত