চট্টগ্রামে বেসরকারি নার্স ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১২: ৫৪

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ বেশ কিছু দাবি জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি নার্স ও শ্রমিক-কর্মচারীরা। আজ রোববার সকালে নগরের প্রবর্তক মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নার্স ও শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।

বেসরকারি নার্স ও শ্রমিক-কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে ছাঁটাই বন্ধ, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, সরকারি কর্মচারীদের বেসরকারি প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া ও রেশনিং প্রথা চালু।

এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরের কাজীর দেউড়ি, জামালখানসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত