হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দুটি টিম সকাল-সন্ধ্যা উপজেলার নলচিরা ও তমরদ্দি লঞ্চঘাটে টহল দিচ্ছে। ঈদের আগে-পরে এই টহল অব্যাহত থাকবে।
হাতিয়া কোস্ট গার্ড সূত্র জানায়, সারা দেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোস্ট গার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা-যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে।
হাতিয়ার নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্টগ্রামের উদ্দেশে অনেক যাত্রীবাহী ট্রলার চলাচল করে। এ দুটি রুটে প্রতিদিন ১০-১৫ হাজার যাত্রী চলাচল করে। এ দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।
এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, অবৈধ মালামাল পরিবহন রোধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড সদস্যরা তৎপর। ঈদের আগে-পরে কোস্ট গার্ডের এই টহল অব্যাহত থাকবে।
নোয়াখালীর হাতিয়ায় ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দুটি টিম সকাল-সন্ধ্যা উপজেলার নলচিরা ও তমরদ্দি লঞ্চঘাটে টহল দিচ্ছে। ঈদের আগে-পরে এই টহল অব্যাহত থাকবে।
হাতিয়া কোস্ট গার্ড সূত্র জানায়, সারা দেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোস্ট গার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা-যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে।
হাতিয়ার নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্টগ্রামের উদ্দেশে অনেক যাত্রীবাহী ট্রলার চলাচল করে। এ দুটি রুটে প্রতিদিন ১০-১৫ হাজার যাত্রী চলাচল করে। এ দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।
এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, অবৈধ মালামাল পরিবহন রোধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড সদস্যরা তৎপর। ঈদের আগে-পরে কোস্ট গার্ডের এই টহল অব্যাহত থাকবে।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১১ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
২১ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৩৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে