খামারশ্রমিককে কুপিয়ে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৮: ২৮
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৮: ৩৩
ফেনীতে খামার শ্রমিককে কুপিয়ে হত্যা করে গরু নিয়ে গেল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

গভীর রাতে খামারের শ্রমিককে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত শ্রমিকের নাম মো. ইয়াছিন সোহাগ (২১)। তিনি দীর্ঘ ১৫ বছর ওই খামারে কাজ করেন।

ঘটনাটি ঘটে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী শহরতলির পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকায়।

সোহাগ ময়মনসিংহ জেলার গৌরীপুর সাতুতী বড়বাড়ির আবদুস সামাদের ছেলে।

খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত কালিপালের ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়। খামারের শ্রমিক সোহাগ তাদের হাত থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খামারের মালিক মামুন আজকের পত্রিকা বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আকস্মিকভাবে চিৎকার শুনে ঘুম থেকে উঠি। পরে ঘরের সামনে সোহাগকে মুখোশ পরা দুজন ডাকাত কুপিয়ে জখম করতে দেখেছি। ঘর থেকে বের হতে হতে একটি ট্রাকে করে অন্তত ১৫ জনের ডাকাত দল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।’

মো. সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, ‘সোহাগ খুব সৎ ছেলে ছিল। ১৫ বছর ধরে একেবারে পরিবারের সদস্যের মতো হয়ে সে এ খামারে কাজ করছিল। ডাকাতেরা কুপিয়ে তার শরীর থেকে নাক আলাদা করে ফেলেছে। লুট হওয়া তিনটি গরুর দাম আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা হবে। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আজকের পত্রিকা বলেন, ‘বন্যা-পরবর্তী মানুষ কর্মহীন হয়ে পড়ায় চুরি-ছিনতাই বেড়েছে। এসব রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি জনগণও যদি নিজ উদ্যোগে এলাকাভিত্তিক পাহারাদার বসায়, তাহলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যাবে। এ ঘটনায় আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে চুরি না কি ডাকাতির মামলা হবে, তা নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত