লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে চলতি মৌসুমে হ্রদের ডুবোচরে (জলেভাসা জমি) তরমুজের ব্যাপক আবাদ করা হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। সেই বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা।
লংগদু উপজেলা মারিশ্যাচর এলকার তরমুজ চাষি আনোয়ার মিয়া বলেন, হ্রদের জলেভাসা ডুবোচরে প্রায় দুই বিঘা জমিতে ৫০০ থালা (চারা গাছ) তরমুজের আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। প্রথমবার ফল কাটলে প্রায় ৪০-৫০ হাজার টাকার মতো বিক্রি করতে পারবো। এভাবে তিন/চার বার ফসল তোলা যাবে। তাতে প্রায় দেড় থেকে দুই লাখ টাকার বিক্রি করা যাবে।
আনোয়ার জানান, তরমুজ আবাদ করতে সব মিলিয়ে ৪০ হাজার টাকা খরচ হয়েছে তাঁর। খরচ বাদ দিলে দেড় লাখ টাকার মতো লাভ থাকবে বলে আশা করছেন তিনি।
লংগদু সদর ইউনিয়নের বারবুনিয়া গ্রামের আরেক চাষি জানান, এবার সাড়ে তিন বিঘা টিলাজমিতে ৭০০ থালা তরমুজের আবাদ করেছেন। এতে খরচ বাদ দিলে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মতো লাভ হবে তাঁর।
তবে মানসম্পন্ন বীজ না পাওয়ায় কিছু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাজারের বীজে প্রতারিত হয়েছেন তাঁরা।
সোনাই-মাল্লাদীপ গ্রামের তরমুজ চাষি মো. একরাম আলী ও ভাঙ্গামুড়া এলাকার তরমুজ চাষি আব্দুস সালাম বলেন, দোকান থেকে বীজ কিনে রীতিমত প্রতারিত হয়েছেন। একরাম আলী এক একর জলেভাসা টিলা জমিতে তরমুজ চাষ করেছিলেন। খরচ হয়েছে ২০ হাজার টাকা। আশানুরূপ ফলন হয়নি। তাই লাভের আশা নেই। আব্দুস সালামও একই অবস্থা।
স্থানীয় তরমুজ ব্যবসায়ী বাদশা জানান,২ / ৩ কেজি ওজনের তরমুজ একশ টাকার ওপরে বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে লংগদু সদরে সতেরো কেজি ওজনের একটি তরমুজ সাড়ে ৩ হাজার টাকা বিক্রি করেছি। লংগদুতে উৎপাদিত তরমুজ ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা শহরে যাচ্ছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী জানান, লংগদুর সদর ঝর্ণাটিলা, ফোরেরমুখ, কালাপাকুজ্যা, বারবুনিয়া, গলাছড়ি, মারিশ্যাচর, ভাসাইন্যাদম এলাকায় প্রায় ৭০ হেক্টর জমিতে উচ্চ ফলন জাতের তরমুজের আবাদ হয়েছে।
এসব এলাকার কৃষকেরা এবার গ্লোরি, চ্যাম্পিয়ন (কোরিয়া), ফিল মাস্টার জাতের তরমুজ বেশি আবাদ করেছেন। কৃষি বিভাগ আশা করছে, হেক্টর প্রতি গড় ফলন হবে প্রায় ৮ টন।
তবে গত বছরের তুলনায় এ বছর তরমুজের আবাদ অনেক কম হয়েছে।
কারণ হিসেবে কৃষি কর্মকর্তা রতন চৌধুরী বলেন, এ বছর কৃষকেরা দেরিতে তরমুজের আবাদ শুরু করা, ভেজাল বীজ ক্রয় এবং কৃষি বিভাগের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই তরমুজের আবাদ করার কারণে অনেকের ফলন তেমন ভালো হয়নি। এই কারণে লাভের পরিবর্তে অনেককে লোকসানও গুনতে হচ্ছে।
রাঙামাটির লংগদুতে চলতি মৌসুমে হ্রদের ডুবোচরে (জলেভাসা জমি) তরমুজের ব্যাপক আবাদ করা হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। সেই বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা।
লংগদু উপজেলা মারিশ্যাচর এলকার তরমুজ চাষি আনোয়ার মিয়া বলেন, হ্রদের জলেভাসা ডুবোচরে প্রায় দুই বিঘা জমিতে ৫০০ থালা (চারা গাছ) তরমুজের আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। প্রথমবার ফল কাটলে প্রায় ৪০-৫০ হাজার টাকার মতো বিক্রি করতে পারবো। এভাবে তিন/চার বার ফসল তোলা যাবে। তাতে প্রায় দেড় থেকে দুই লাখ টাকার বিক্রি করা যাবে।
আনোয়ার জানান, তরমুজ আবাদ করতে সব মিলিয়ে ৪০ হাজার টাকা খরচ হয়েছে তাঁর। খরচ বাদ দিলে দেড় লাখ টাকার মতো লাভ থাকবে বলে আশা করছেন তিনি।
লংগদু সদর ইউনিয়নের বারবুনিয়া গ্রামের আরেক চাষি জানান, এবার সাড়ে তিন বিঘা টিলাজমিতে ৭০০ থালা তরমুজের আবাদ করেছেন। এতে খরচ বাদ দিলে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মতো লাভ হবে তাঁর।
তবে মানসম্পন্ন বীজ না পাওয়ায় কিছু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাজারের বীজে প্রতারিত হয়েছেন তাঁরা।
সোনাই-মাল্লাদীপ গ্রামের তরমুজ চাষি মো. একরাম আলী ও ভাঙ্গামুড়া এলাকার তরমুজ চাষি আব্দুস সালাম বলেন, দোকান থেকে বীজ কিনে রীতিমত প্রতারিত হয়েছেন। একরাম আলী এক একর জলেভাসা টিলা জমিতে তরমুজ চাষ করেছিলেন। খরচ হয়েছে ২০ হাজার টাকা। আশানুরূপ ফলন হয়নি। তাই লাভের আশা নেই। আব্দুস সালামও একই অবস্থা।
স্থানীয় তরমুজ ব্যবসায়ী বাদশা জানান,২ / ৩ কেজি ওজনের তরমুজ একশ টাকার ওপরে বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে লংগদু সদরে সতেরো কেজি ওজনের একটি তরমুজ সাড়ে ৩ হাজার টাকা বিক্রি করেছি। লংগদুতে উৎপাদিত তরমুজ ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা শহরে যাচ্ছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী জানান, লংগদুর সদর ঝর্ণাটিলা, ফোরেরমুখ, কালাপাকুজ্যা, বারবুনিয়া, গলাছড়ি, মারিশ্যাচর, ভাসাইন্যাদম এলাকায় প্রায় ৭০ হেক্টর জমিতে উচ্চ ফলন জাতের তরমুজের আবাদ হয়েছে।
এসব এলাকার কৃষকেরা এবার গ্লোরি, চ্যাম্পিয়ন (কোরিয়া), ফিল মাস্টার জাতের তরমুজ বেশি আবাদ করেছেন। কৃষি বিভাগ আশা করছে, হেক্টর প্রতি গড় ফলন হবে প্রায় ৮ টন।
তবে গত বছরের তুলনায় এ বছর তরমুজের আবাদ অনেক কম হয়েছে।
কারণ হিসেবে কৃষি কর্মকর্তা রতন চৌধুরী বলেন, এ বছর কৃষকেরা দেরিতে তরমুজের আবাদ শুরু করা, ভেজাল বীজ ক্রয় এবং কৃষি বিভাগের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই তরমুজের আবাদ করার কারণে অনেকের ফলন তেমন ভালো হয়নি। এই কারণে লাভের পরিবর্তে অনেককে লোকসানও গুনতে হচ্ছে।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে ববির গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করায় এই অসন্তোষ দেখা দিয়েছে।
২৫ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রাম। উপজেলা শহর থেকে এ গ্রামের দূরত্ব অন্তত ১০ কিলোমিটার। কয়েক বছর আগেও পড়ন্ত বেলায় গ্রামটিতে শোনা যেতে শিশু-কিশোরদের হইহুল্লোড়
১ ঘণ্টা আগেনিজেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ছাত্রী পরিচয় দিয়ে ভর্তি এক রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক তরুণীকে
১ ঘণ্টা আগেআরামদায়ক ও যানজটমুক্ত ভ্রমণের জন্য এখনো অনেকের কাছে পছন্দ ঢাকা-চাঁদপুর নৌপথ। তবে চাঁদপুর টার্মিনালে যাত্রীদের জন্য নেই তেমন সুযোগ-সুবিধা। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে