কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত কবির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৩৪), ফোরকান আহমেদের ছেলে মো. খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মো. মিজান (২০), মৃত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক (৪৮), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান, অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান, দুটি এলজি পিস্তল, ৪৮টি কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি রামদা, দুটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল এবং একটি চেইন উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তারা পিএমখালী ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
অপর দিকে আজ ভোরে উখিয়া উপজেলার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রসহ হামিদ হোসেন (২৫) নামের এক রোহিঙ্গা গ্রেপ্তার করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত কবির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৩৪), ফোরকান আহমেদের ছেলে মো. খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মো. মিজান (২০), মৃত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক (৪৮), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান, অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান, দুটি এলজি পিস্তল, ৪৮টি কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি রামদা, দুটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল এবং একটি চেইন উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তারা পিএমখালী ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
অপর দিকে আজ ভোরে উখিয়া উপজেলার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রসহ হামিদ হোসেন (২৫) নামের এক রোহিঙ্গা গ্রেপ্তার করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জেলা শহর থেকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
১৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে ডলার মিয়া (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার পদ্মা নদীর দশ রশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাননি।
১৬ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে প্রতিপক্ষের মারধরে মো. স্বপন মিয়া (৩৫) নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় নেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেরাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনা ঘটে। বাসে উঠাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। বিকেল সোয়া ৪টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
৩৩ মিনিট আগে