কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর্জা আশরাফুল জামাল রাসেলের বিরুদ্ধে ইব্রাহিম খলিল নামের এক যুবলীগ নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম খলিল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় চৌরাস্তা বাজারের মুদি ব্যবসায়ী। তিনি একই এলাকার চৌধুরী মিয়ার ছেলে।
চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম খলিল জানান, বুধবার (১৭ আগস্ট) রাতে তিনি নিজ দোকানে বসে ছিলেন। চেয়ারম্যান রাসেল পাঁচটি মোটরসাইকেলে লোকজন নিয়ে তাঁর দোকানের সামনে আসেন। এ সময় রাসেল বলেন, ‘তোকে (ইব্রাহিম) অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। এখন পেয়েছি’—বলেই একটি এসএসের পাইপ দিয়ে রাসেল তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। তবে রাসেলের সঙ্গে অন্যরা কেউ কিছু করেননি বললে জানান তিনি।
ইব্রাহিম খলিল দাবি করেন, সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও তোরাবগঞ্জের সাবেক চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনের ছবি ফেসবুকে পোস্ট করার কারণেই তাঁকে পেটানো হয়েছে।
ইব্রাহিম খলিল বলেন, ‘রাসেল নিজেই আমাকে এলোপাতাড়ি পিটিয়েছে। তার পায়ে ধরলেও পেটানো বন্ধ করেনি। পরে আশপাশের লোকজন এলে তাদেরও রাসেল পেটাতে যায়। এ সময় আমি পালিয়ে রক্ষা পাই। বিষয়টি আমি ইউএনও ও থানার ওসিকে জানিয়েছি।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মীর্জা আশরাফুল জামাল রাসেল বলেন, ‘মাদকদ্রব্য সেবন ও বিক্রিসহ এলাকায় চুরি বেড়ে গেছে। এটি নিয়ন্ত্রণে রাতে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে বের হই। রাত ১টার পরে ইব্রাহিমের দোকান খোলা ছিল। দোকান খোলার কারণ জানতে চাইলে ইব্রাহিম তর্ক শুরু করে। এতে তাকে একবারই আঘাত করা হয়েছে। তার করা অভিযোগ সত্য নয়।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আর এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।’
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। চেয়ারম্যান রাসেল বলেছে, জুয়া খেলার কারণে কে বা কারা ওই ব্যবসায়ীকে মারধর করেছে। চেয়ারম্যান তাকে মারেনি। যেহেতু এখন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর্জা আশরাফুল জামাল রাসেলের বিরুদ্ধে ইব্রাহিম খলিল নামের এক যুবলীগ নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম খলিল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় চৌরাস্তা বাজারের মুদি ব্যবসায়ী। তিনি একই এলাকার চৌধুরী মিয়ার ছেলে।
চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম খলিল জানান, বুধবার (১৭ আগস্ট) রাতে তিনি নিজ দোকানে বসে ছিলেন। চেয়ারম্যান রাসেল পাঁচটি মোটরসাইকেলে লোকজন নিয়ে তাঁর দোকানের সামনে আসেন। এ সময় রাসেল বলেন, ‘তোকে (ইব্রাহিম) অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। এখন পেয়েছি’—বলেই একটি এসএসের পাইপ দিয়ে রাসেল তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। তবে রাসেলের সঙ্গে অন্যরা কেউ কিছু করেননি বললে জানান তিনি।
ইব্রাহিম খলিল দাবি করেন, সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও তোরাবগঞ্জের সাবেক চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনের ছবি ফেসবুকে পোস্ট করার কারণেই তাঁকে পেটানো হয়েছে।
ইব্রাহিম খলিল বলেন, ‘রাসেল নিজেই আমাকে এলোপাতাড়ি পিটিয়েছে। তার পায়ে ধরলেও পেটানো বন্ধ করেনি। পরে আশপাশের লোকজন এলে তাদেরও রাসেল পেটাতে যায়। এ সময় আমি পালিয়ে রক্ষা পাই। বিষয়টি আমি ইউএনও ও থানার ওসিকে জানিয়েছি।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মীর্জা আশরাফুল জামাল রাসেল বলেন, ‘মাদকদ্রব্য সেবন ও বিক্রিসহ এলাকায় চুরি বেড়ে গেছে। এটি নিয়ন্ত্রণে রাতে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে বের হই। রাত ১টার পরে ইব্রাহিমের দোকান খোলা ছিল। দোকান খোলার কারণ জানতে চাইলে ইব্রাহিম তর্ক শুরু করে। এতে তাকে একবারই আঘাত করা হয়েছে। তার করা অভিযোগ সত্য নয়।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আর এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।’
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। চেয়ারম্যান রাসেল বলেছে, জুয়া খেলার কারণে কে বা কারা ওই ব্যবসায়ীকে মারধর করেছে। চেয়ারম্যান তাকে মারেনি। যেহেতু এখন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
৩৩ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে