নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় হেলে পড়া চারতলা ভবনটি সিলগালা করা হয়েছে। পরে ফেরদৌস কমপ্লেক্স নামের ওই ভবনে থাকা লোকজন ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ বুধবার সকালে পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ওই ভবনকে ঝুকিঁপূর্ণ হিসেবে সীল করে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকেও ভবনটিকে ঝুকিঁপূর্ণ উল্লেখ করে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।’
বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, ওই ভবনে বিভিন্ন তলায় ছয়টি বাণিজ্যিক অফিস এবং নিচ তলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে। বুধবার সকালে মুদির দোকানদার ভবন হেলে পড়ার বিষয়টি খেয়াল করেন। এরপর বিষয়টি মালিককে জানান।
ভবনের মালিক খোরশেদ আলম বাপ্পি বলেন, ‘কিছুদিন আগে চার তলা ওই ভবনের পাশে নালা সম্প্রসারণের জন্য ২১ ফুট পর্যন্ত ভেঙে ফেলা হয়। কিন্তু ভবনের নিচের একটা অংশ ফাঁকা থেকে যায়। এই কারণে চারটি পিলার ভেঙে গেলে ভবনটি নালার দিকে হেলে পড়েছে। আপাতত লোকজন ও জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে।’
এ বিষয়ে প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য ভবন মালিককে আমরা তিন মাসের সময় দিয়েছিলাম। কিন্তু তারা দুই বছরেও তা করেনি। এখন যা হওয়ার তাই হয়েছে।’
চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় হেলে পড়া চারতলা ভবনটি সিলগালা করা হয়েছে। পরে ফেরদৌস কমপ্লেক্স নামের ওই ভবনে থাকা লোকজন ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ বুধবার সকালে পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ওই ভবনকে ঝুকিঁপূর্ণ হিসেবে সীল করে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকেও ভবনটিকে ঝুকিঁপূর্ণ উল্লেখ করে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।’
বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, ওই ভবনে বিভিন্ন তলায় ছয়টি বাণিজ্যিক অফিস এবং নিচ তলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে। বুধবার সকালে মুদির দোকানদার ভবন হেলে পড়ার বিষয়টি খেয়াল করেন। এরপর বিষয়টি মালিককে জানান।
ভবনের মালিক খোরশেদ আলম বাপ্পি বলেন, ‘কিছুদিন আগে চার তলা ওই ভবনের পাশে নালা সম্প্রসারণের জন্য ২১ ফুট পর্যন্ত ভেঙে ফেলা হয়। কিন্তু ভবনের নিচের একটা অংশ ফাঁকা থেকে যায়। এই কারণে চারটি পিলার ভেঙে গেলে ভবনটি নালার দিকে হেলে পড়েছে। আপাতত লোকজন ও জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে।’
এ বিষয়ে প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য ভবন মালিককে আমরা তিন মাসের সময় দিয়েছিলাম। কিন্তু তারা দুই বছরেও তা করেনি। এখন যা হওয়ার তাই হয়েছে।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে