ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম (২৭)) হত্যার ঘটনায় রায়হান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে আশিকুল ইসলাম খুন হন। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’-এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক বাতিঘর সংগঠনের সদস্য। এই সংগঠন বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করেন। আজ বিকেলে আশিকসহ আরও কয়েকজন ফারুকী পার্ক থেকে ‘বাতিঘরের’ মাসিক সভা শেষে রিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন।
পথে অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান (২৫) নামের এক যুবক কয়েক জন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের ওপর হামলা করেন। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে বাতিঘরের সভাপতি আজহার উদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অজ্ঞাতনামা লাশ কবর ও রক্ত দেওয়ায় তিনি সব সময় সামনের সাড়িতে থাকতেন।
আজহার উদ্দিন আরও বলেন, ‘আজ বিকেলে সংগঠনের মাসিক সভা শেষে আমরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাযোগে ফিরছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনের রিকশায় ছিল। সামান্য পথ যাওয়ার পরই রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম (২৭)) হত্যার ঘটনায় রায়হান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে আশিকুল ইসলাম খুন হন। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’-এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক বাতিঘর সংগঠনের সদস্য। এই সংগঠন বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করেন। আজ বিকেলে আশিকসহ আরও কয়েকজন ফারুকী পার্ক থেকে ‘বাতিঘরের’ মাসিক সভা শেষে রিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন।
পথে অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান (২৫) নামের এক যুবক কয়েক জন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের ওপর হামলা করেন। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে বাতিঘরের সভাপতি আজহার উদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অজ্ঞাতনামা লাশ কবর ও রক্ত দেওয়ায় তিনি সব সময় সামনের সাড়িতে থাকতেন।
আজহার উদ্দিন আরও বলেন, ‘আজ বিকেলে সংগঠনের মাসিক সভা শেষে আমরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাযোগে ফিরছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনের রিকশায় ছিল। সামান্য পথ যাওয়ার পরই রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।
৪ মিনিট আগেঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন। সোমবার আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানায় দায়ের করা একটি ডাকাতি ম
৭ মিনিট আগেদুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে।
১০ মিনিট আগেসৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় ইসলাম নামের বাংলাদেশি এক যুবক মারা গেছেন। গতকাল রোববার সৌদি আরবের সময় রাত ৯টার দিকে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
২১ মিনিট আগে